নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশে এক অনবদ্য ভূমিকা রেখে চলেছে ‘খুলনা গেজেট’; যেটি অত্যন্ত সাফল্যের সাথে অতিক্রম করলো তাদের পথচলার একটা বছর।
একজন নিয়মিত পাঠক হিসেবে আমি অনুধাবন করেছি, বাংলাদেশের প্রান্তিক একটি বিভাগীয় শহরে এর জন্ম হলেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সকল বিষয়ের সংবাদ তাঁরা রেফারেন্স সহকারে প্রকাশ করছে অকপটভাবে; যাতে আমি মুগ্ধ। মাত্র এক বছরে সংবাদ, সাংবাদিক এবং পাঠকের মধ্যে এক বড় ধরনের সেতুবন্ধন রচনা করেছে ‘খুলনা গেজেট’।
প্রতি মূহুর্তে ঘটে যাওয়া সংবাদটি তাৎক্ষণিকভাবে জানার একটা অনন্য মাধ্যম হিসেবে স্থান অধিকার করে নিয়েছে ‘খুলনা গেজেট’। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার নানাবিধ ক্ষেত্র প্রতিনিয়ত প্রকাশ পায় ‘খুলনা গেজেট’-এ।
যাঁরা এই পত্রিকার সাথে প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছেন তাঁদেরকে আমি অভিনন্দন জানাই ; সাথে সাথে তাঁদের কাছে এই প্রত্যাশাও রাখতে চাই, তাঁরা যেনো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছে তাঁদের সত্ত্বাকে বিকিয়ে দিয়ে কোনো সংবাদ প্রকাশ না করেন।
কেননা, মনে রাখতে হবে, সংবাদপত্র একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। ভিত্তি নড়বড়ে হলে যেমন কোনো স্থাপনা টেকসই হয় না, তেমনি সংবাদপত্রও কলুষিত হলে জাতির বিবেক সঠিকভাবে বিকশিত হয় না, রাস্ট্র যন্ত্র দূর্বল হয় এবং সামগ্রিকভাবে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। শুভ কামনা রইলো ‘খুলনা গেজেট’ এর জন্য।
(প্রফেসর ড. মোঃ আব্দুল জব্বার, সমাজবিজ্ঞান ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়)