সেঞ্চুরিয়ন টেস্টে ইনিংস ও ৪৫ রানে জয় পেল দক্ষিণ আফ্রিকা। পেসারদের নৈপুণ্যে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস থামল ১৮০ রানেই। তাতে সেঞ্চুরিয়ন টেস্টে ইনিংস ও ৪৫ রানে জয় তুলে নেয় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ফলে দুই ম্যাচ সিরিজে স্বাগতিকরা এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
মঙ্গলবার ম্যাচের চতুর্থ দিনেই নির্ধারণ হয়ে গেছে ফল। আগের দিনের ২ উইকেটে ৬৫ রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস চা বিরতির আগেই শেষ হয়ে যায়। ইনজুরি আক্রান্ত ধনঞ্জয়া ডি সিলভা ব্যাট করতে পারেননি।
কুশল পেরেরা সর্বোচ্চ ৬৪ রান করেন। ওয়ানিন্দু হাসারাঙ্গার ব্যাট থেকে আসে ৫৯ রান। প্রোটিয়াদের পক্ষে দ্বিতীয় ইনিংসে দুটি করে উইকেট নিয়েছেন লুঙ্গি এনগিদি, আরনিক নরকিয়া, উইয়ন মুল্ডার ও লুথো সিপামলা।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৩৯৬। যার বিপরীতে দক্ষিণ আফ্রিকা ৬২১ রানের পুঁজি গড়ে নিজেদের প্রথম ইনিংসে। ১৯৯ রানের ইনিংসের জন্য ম্যাচসেরা হয়েছেন ফ্যাফ ডু প্লেসি। জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি।
খুলনা গেজেট/এ হোসেন