খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

সেই চেয়ারম্যানের বিরুদ্ধে পদ্মপুকুরে মানববন্ধন ও বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে পাতাখালিতে বেড়িবাঁধের দাবি তোলায় স্থানীয় শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক শাহিন বিল্লাহ ও ইয়াছির আরাফাতকে শারীরিকভাবে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভে ফুঁসে উঠেছে সেই এলাকার সচেতন উপকূলবাসী।

রোববার (৩০ মে) বিকাল ৩টায় শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চৌদ্দরশি ব্রিজে স্থানীয় শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও এলাকাবাসীর অংশগ্রহনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় সচেতন উপকূলবাসী অভিযুক্ত জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাকে আইনের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, উপকূলে স্থায়ী বেড়িবাঁধ নির্মানের দাবিতে মানববন্ধন করায় শনিবার (২৯ মে) ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক শাহিন বিল্লাহ ও ইয়াছির আরাফাতকে শারীরিকভাবে লাঞ্ছিত করে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আলমগীর হোসেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!