লম্বা সময় পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকার পর পুনরায় তা চালু হয়েছে অনেক দিন আগেই। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলগুলো পাকিস্তান সফর করেছে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে। এশিয়া কাপের সর্বশেষ আসরের আয়োজকও ছিল বাবর-রিজওয়ানদের দেশ। কিন্তু ভারতের আপত্তিতে হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করতে হয় পাকিস্তানকে। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তানে, যেখানে অংশ নেবে ভারতও। সেই টুর্নামেন্টকে সামনে রেখে এখন থেকেই বেশ সতর্ক অবস্থানে আয়োজক দেশ।
আইসিসির ইভেন্ট হিসেবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তানে, যেখানে অংশ নিবে সেরা ৮ দল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আশঙ্কা সেই টুর্নামেন্টের আগে সুর বদলাতে পারে ভারত। নিরাপত্তার অজুহাত দেখিয়ে পাকিস্তানে গিয়ে খেলতে রাজি নাও হতে পারে কোহলিরা। আর তাই আসর শুরুর দুই বছর আগেই বেশ সতর্ক অবস্থানে পাকিস্তান।
পাকিস্তানে গিয়ে ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না চায়, তবে উক্ত টুর্নামেন্ট নিজেদের দেশে আয়োজন নিয়ে শঙ্কায় পড়তে হবে পিসিবিকে। এসব বিবেচনায় এবার আইসিসির দ্বারস্থ হয়েছে তারা। পাকিস্তান ক্রিকেট বোর্ড আবেদন করেছে, চুক্তিতে এমন শর্ত থাকুক যাতে পাকিস্তানে খেলতে না গেলে ক্ষতিপূরণ দিতে হয় ভারতকে।
পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব দিলেও এখনো আনুষ্ঠানিক চুক্তি করেনি আইসিসি। পিসিবি চাচ্ছে দ্রুতই সেই চুক্তি সম্পূর্ণ করতে। আর সেই চুক্তিতে পাকিস্তানে গিয়ে উক্ত টুর্নামেন্টে কোনো দেশ অংশগ্রহণ না করলে ক্ষতিপূরণ দেয়ার নিয়মও রাখতে চাচ্ছে পিসিবি। ইতোমধ্যেই এই ইস্যুতে আইসিসির শীর্ষ কর্তাদের সঙ্গে দেখা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফ ও সিইও সালমান নাসির।
খুলনা গেজেট/এনএম