পরম দয়ালু করুণাময় আল্লাহর নামে
অনন্ত করুণাময় আল্লাহ
যিনি দিয়েছেন শিক্ষা কোরান
আর করেছেন সৃষ্টি,
শিখিয়েছেন বর্ণনা দিতে তাকে,
তারই হুকুমে চাঁদ ও সুরুজ
নিদিষ্ট হিসেবে নিয়ন্ত্রিত,
আর রয়েছে সেজদারত তৃণলতা ও বৃক্ষরাজি।
যিনি সুউচ্চ করেছেন আকাশমন্ডল
এবং স্থাপন করেছেন তুলাদন্ড
যাতে তোমরা ভারসাম্য লঙ্ঘন না করো,
আর ন্যায়ভাবে প্রতিষ্ঠিত কর পরিমাপ
এবং ওজনে দাওনা কম,
আর যিনি প্রসারিত করেছেন জমিনকে মানবের জন্যে
রয়েছে তাতে ফল ও কাঁদিসহ খেজুর গাছ।
আরও রয়েছে খোসাযুক্ত শস্য ও সুগন্ধি গুল্ম,
তাহলে তোমরা রবের কোন অনুগ্রহ-নেয়ামত অস্বীকার করবে।
যিনি সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায়
শুকনো মাটি দ্বারা মানব,
আর জ্বীনকে নির্ধুম অগ্নিশিখা হতে,
তাহলে তোমরা রবের কোন অনুগ্রহ-নেয়ামত অস্বীকার করবে।
তিনি পূর্ব ও পশ্চিম যথা দুই উদয়াচল ও দুই অস্তাচলের নিয়ন্তা প্রভু।
তাহলে তোমরা রবের কোন অনুগ্রহ-নেয়ামত অস্বীকার করবে।
যিনি মিলনের জন্য প্রবাহিত করেছেন দুই দরিয়া মিঠা ও লোনা
কিন্তু উভয়ের মাঝে রয়েছে অনতিক্রমনীয় অন্তরায়,
তাহলে তোমরা রবের কোন অনুগ্রহ-নেয়ামত অস্বীকার করবে।
উভয় সাগর হতে উত্থিত হয় মুক্তা ও প্রবাল,
তাহলে তোমরা রবের কোন অনুগ্রহ-নেয়ামত অস্বীকার করবে।।
আর দরিয়ার মাঝে রয়েছে পর্বতের ন্যায় জাহাজ,
তাহলে তোমরা রবের কোন অনুগ্রহ-নেয়ামত অস্বীকার করবে।
ভূপৃষ্ঠে ধ্বংসপ্রাপ্ত হবে সব কিছুই,
অবিনশ্বর শুধুমাত্র মহা-সম্মানী ও মহাকল্যাণময় প্রভুর সত্তা।
তাহলে তোমরা রবের কোন অনুগ্রহ-নেয়ামত অস্বীকার করবে।
মহাকাল ও ধরিত্রির সবকিছুই তার নিকট প্রার্থনায় প্রত্যাশী
আর তিনি সর্বদা মহাগৌরবে তৎপর ও অধিষ্ঠিত।
তাহলে তোমরা রবের কোন অনুগ্রহ-নেয়ামত অস্বীকার করবে।
ওহে যুগল সম্প্রদায় অচিরেই তোমাদের
হিসাব গ্রহণ করার সময় হবে।
তাহলে তোমরা রবের কোন অনুগ্রহ-নেয়ামত অস্বীকার করবে।
ওহে জ্বিন ও মানব জাতি!
আসমান ও দুনিয়ায় সীমানা ছেড়ে বের হওয়ার
যদি ক্ষমতা থাকে তবে বের হও
কিন্তু আমার অনুমতি ছাড়া সক্ষম নও অতিক্রম করতে।
তাহলে তোমরা রবের কোন অনুগ্রহ-নেয়ামত অস্বীকার করবে।
তোমাদের ওপর প্রেরিত হবে অগ্নিশিখা ও ধুম্রকুন্ডলী
তোমরা তা প্রতিহত করতে পারবে না।
তাহলে তোমরা রবের কোন অনুগ্রহ-নেয়ামত অস্বীকার করবে।
যখন কেয়ামতে বিদীর্ণ হবে আসমান,
তা রক্তবর্ণ ধারণ করবে লাল চামড়ার মতো,
তাহলে তোমরা রবের কোন অনুগ্রহ-নেয়ামত অস্বীকার করবে।
সেদিন মানব বা জ্বিন জিজ্ঞাসিত হবে না অপরাধ সম্পর্কে,
তাহলে তোমরা রবের কোন অনুগ্রহ-নেয়ামত অস্বীকার করবে।
ধৃত হবে তারা মাথার কেশ ও পদ দ্বারা।
তাহলে তোমরা রবের কোন অনুগ্রহ-নেয়ামত অস্বীকার করবে।
’ইহাই সেই দোযখ পাপীরা মিথ্যা জানত’।
দোযখের ফুটন্ত পানির মধ্যে ছুটাছুটি করবে তারা,
তাহলে তোমরা রবের কোন অনুগ্রহ-নেয়ামত অস্বীকার করবে।
ঐ ব্যক্তির জন্য রয়েছে দুটি বেহেশত
যে আপন প্রভুর সামনে হাজির হতে ভয় রাখে,
তাহলে তোমরা রবের কোন অনুগ্রহ-নেয়ামত অস্বীকার করবে।
ঐ উভয় বেহেশতেই ঘন শাখাবিশিষ্ট বৃক্ষে পরিপূর্ণ
উভয়ের মাঝে প্রবাহিত দুটি প্রস্রবণ,
তাহলে তোমরা রবের কোন অনুগ্রহ-নেয়ামত অস্বীকার করবে।
সেই দুই উদ্যানে রয়েছে প্রত্যেক জোড়া জোড়া ফলরাজি।
তাহলে তোমরা রবের কোন অনুগ্রহ-নেয়ামত অস্বীকার করবে।
থাকবে সেথায় মোটা রেশমী আস্তরণের ফরাশ,
উপরে যার বসবে এলিয়ে বেহেশতবাসীরা
আর থাকবে নাগালের মধ্যে উভয় বাগিচায় ফলের সমাহার।
তাহলে তোমরা রবের কোন অনুগ্রহ-নেয়ামত অস্বীকার করবে।
আরো থাকবে সেথায় আনতনয়না রূপসীগণ
মানব কিংবা জ্বিন পূর্বে করেনি তাদের স্পর্শ।
তাহলে তোমরা রবের কোন অনুগ্রহ-নেয়ামত অস্বীকার করবে।
দেখতে তারা ইয়াকুত ও প্রবাল মুক্তার ন্যায়-
তাহলে তোমরা রবের কোন অনুগ্রহ-নেয়ামত অস্বীকার করবে।
কল্যাণ ও সৎকর্মের বিনিময়ে ঐরূপ উত্তম পুরস্কারই প্রতিদান।
তাহলে তোমরা রবের কোন অনুগ্রহ-নেয়ামত অস্বীকার করবে।
ঐ দুটি বেহেশত ছাড়া আরোও আছে দুটি বেহেশত।
তাহলে তোমরা রবের কোন অনুগ্রহ-নেয়ামত অস্বীকার করবে।
সেদুটি অতিকায় ঘন সুনীল বর্ণবিশিষ্ট।
তাহলে তোমরা রবের কোন অনুগ্রহ-নেয়ামত অস্বীকার করবে।
উভয়ের মাঝে উথলে উঠেছে ঝর্ণার প্রবাহ,
তাহলে তোমরা রবের কোন অনুগ্রহ-নেয়ামত অস্বীকার করবে।
আরো আছে সেখানে ফল খেজুর ও আনার।
তাহলে তোমরা রবের কোন অনুগ্রহ-নেয়ামত অস্বীকার করবে।
পরম রূপসী রমনীগণ রয়েছে সেথায়।
তাহলে তোমরা রবের কোন অনুগ্রহ-নেয়ামত অস্বীকার করবে।
আর বালাখানার মধ্যে অবস্থান করবে সুনয়না হুরগণ
তাহলে তোমরা রবের কোন অনুগ্রহ-নেয়ামত অস্বীকার করবে।
মানব কিংবা জ্বিন পূর্বে করেনি তাদের স্পর্শ।
তাহলে তোমরা রবের কোন অনুগ্রহ-নেয়ামত অস্বীকার করবে।
সবুজ গালিচায় মনোরম শয্যায় এলিয়ে বসবে তারা।
তাহলে তোমরা রবের কোন অনুগ্রহ-নেয়ামত অস্বীকার করবে।
তোমার প্রভুর নাম কত মঙ্গলময় যিনি প্রতাপশালী ও গৌরবের অধিকারী।
লেখক : কবি, গবেষক, অনুবাদক ও অধ্যাপক।