আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের হাই ভোল্টেজ ম্যাচে রবিবার (২৪ অক্টোবর) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই ম্যাচ দিয়েই সুপার টুয়েলভ পর্ব শুরু করবে প্রথম রাউন্ড খেলে কোয়ালিফাই করা দুই দল।
সুপার টুয়েলভের লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ –
সুপার টুয়েলভের লড়াই বাংলাদেশের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা।
শারজা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়। এই ম্যাচে স্পিন বান্ধব কন্ডিশন থাকার জোর সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে উপমহাদেশের দুটি দলই স্পিনে বাড়তি গুরুত্ব দিতে পারে।
দুই দলের জন্যই এই ম্যাচ জয়ের ছন্দ ধরে রাখার লড়াই। প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে বাংলাদেশ জয় পেয়েছে দুটি ম্যাচে। স্কটল্যান্ডের কাছে হেরে যাওয়ায় প্রবল সমালোচনার মুখে ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভে জায়গা করে নেয় টাইগাররা। অন্যদিকে ‘এ’ গ্রুপে দাপটের সাথে তিনটি ম্যাচ জিতেই সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা।
এবারের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সেই ম্যাচে লড়াকু পারফরম্যান্স উপহার দিলেও শেষপর্যন্ত বাংলাদেশ হেরে যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের জয়খরা কাটানোর পাশাপাশি এই ম্যাচটি তাই টাইগারদের প্রতিশোধ নেওয়ার সুযোগ।
জয়ের ছন্দ ধরে রাখতে দুই দলই উইনিং কম্বিনেশনে যথাসম্ভব আস্থা রাখতে চাইবে। তবে উইকেট স্পিন বান্ধব হলে বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে নাসুম আহমেদকে। চোটের কারণে লঙ্কান স্পিনার মাহিষ থিকশানা খেলতে না পারলে কপাল খুলতে পারে আকিলা ধনঞ্জয়ার।
সুপার টুয়েলভের লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ –
প্রস্তুতি ম্যাচকে বাংলাদেশকে হারের স্বাদ দিয়েছিল লঙ্কানরা।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ : নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ/নাসুম আহমেদ।
শ্রীলঙ্কা : পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, অভিষকা ফার্নান্দো, ভানুকা রাজাপক্ষে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, বিনুরা ফার্নান্দো, মাহিষ থিকশানা/আকিলা ধনঞ্জয়া, লাহিরু কুমারা।