সুপার এইটে যেতে জয়ের বিকল্প নেই। প্রতিপক্ষ নেপাল তুলনামূলক খর্বশক্তির এক দল। তবে সুপার এইটের সমীকরণ আছে বলেই কি না এই ম্যাচ ঘিরে আছে বাড়তি উন্মাদনা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে অবশ্য টসে জিতেছে নেপাল। আর অধিনায়ক রোহিত পোডেল বাংলাদেশকেই পাঠিয়েছেন ব্যাটিংয়ে।
মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের একাদশে অবশ্য কোনো পরিবর্তন আসেনি। নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পাওয়া একাদশই খেলতে নামছে নেপালের বিপক্ষে। যার অর্থ আরও এক ম্যাচ শরিফুল ইসলাম থাকছেন বেঞ্চে। তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানের ওপর থাকছে বোলিং ইউনিটের ভার।
নেপালের বিপক্ষে এই ম্যাচ চলাকালেই শুরু হবে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কা ম্যাচ। নজর থাকবে সেখানেও। বাংলাদেশ নেপালের বিপক্ষে হেরে গেলে আর নেদারল্যান্ডস লঙ্কানদের বিপক্ষে অন্তত ৫৩ রানের জয় পেলে বাংলাদেশ রানরেটের মারপ্যাঁচে বাদ পড়বে।
ডি গ্রুপের হিসেবে এরইমাঝে সুপার এইটে জায়গা করেছে দক্ষিণ আফ্রিকা। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বাংলাদেশ। তিন থাকা নেদারল্যান্ডসের পয়েন্ট ২। আর নেপাল ও শ্রীলঙ্কার ঝুলিতে আছে ১টি করে পয়েন্ট।
খুলনা গেজেট/এমএম