সাতক্ষীরার শ্যামনগরের মাদার নদীর চরের গাছ থেকে ইয়াছিন আলম (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার কালিঞ্চী এলাকা থেকে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
ইয়াছিন আলম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের মৃত জাবেদ আলী গাজীর ছেলে। তিনি পেশায় একজন ইটভাটা শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে ইটভাটা থেকে জয়াখালী গ্রামের বাড়িতে আসে ইয়াছিন আলম। রোববার দুপুরের দিকে তালাক দেওয়া প্রথম স্ত্রীর সাথে ফোনে কথা বলা নিয়ে বাদানুবাদের জেরে তাকে মারপিট করে তার বর্তমান স্ত্রী ও শ্যালকরা। এ ঘটনার পর সে বাড়ি থেকে চলে যায়। এক পর্যায়ে রাতে বাড়িতে ফিরে ইয়াছিন পাল্টা তার স্ত্রীকে মারধর করে। এসময় সেখানে উপস্থিত তার শ্যালকসহ অন্যরা ধাওয়া করলে সে বাড়ির পার্শ্ববর্তী মাদার নদীতে ঝাপিয়ে পড়ে। সোমবার ভোরে কালিঞ্চী এলাকায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
এদিকে আব্দুল হামিদসহ স্থানীয় অপর একটি সূত্রের দাবি, তালাক হওয়া স্ত্রীর সাথে কথোপকথন নিয়ে বর্তমান স্ত্রীর সাথে ইয়াছিনের ঝগড়া হয়। এ ঘটনার জেরে একমাত্র পুত্রের (ইয়াসিনের ছেলে) হাতে জমির দলিল পৌঁছে দেয়ার জন্য জনৈক রাশিদুল ইসলামকে দায়িত্ব দিয়ে সে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। ময়না তদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণের চেষ্টা চলছে। মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
খুলনা গেজেট/এনএম