খুলনা, বাংলাদেশ | ৭ ফাল্গুন, ১৪৩১ | ২০ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  খুলনা নগরীর সোনাডাঙ্গা ২২তলা ডেল্টা ভবনের সামনে দুর্বৃত্তদের হামলায় আল আমিন নামের এক যুবক নিহত হয়েছেন
  ১৭ বছর পর ২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনের চাকরি ফেরত দিতে নির্দেশ আপিলের বিভাগের
  কুয়েটে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের, আসামি অজ্ঞাত পরিচয় ৪০০/৫০০ ব্যক্তি

সুন্দরবন রক্ষায় ভিবিডি সাতক্ষীরার সচেতনতামূলক বার্তা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

দূষণ, বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের কারণে সুন্দরবন আজ হুমকির মুখে। সুন্দরবন রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে সচেতন করতে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা ব্যতিক্রমী এক পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কালাগাছিয়া ইকোট্যুরিজম কেন্দ্রে ভিবিডির স্বেচ্ছাসেবকরা সুন্দরবনের জলাভূমির মধ্যে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে নিয়ে সচেতনতামূলক বার্তা প্রদর্শন করেন। “বাঁচাও সুন্দরবন, ওপেন ইয়োর আইজ, সেভ দ্য আর্থ এবং “সুন্দরবন বাঁচলে, বাংলাদেশ বাঁচবে”এমন শক্তিশালী বার্তাগুলোর মাধ্যমে তারা বন সংরক্ষণের আহ্বান জানান।

এ কর্মসূচির অংশ হিসেবে সুন্দরবনে ভ্রমণে আসা পর্যটকদের মধ্যেও পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ভিবিডি সাতক্ষীরা একটি ক্যাম্পেইন পরিচালনা করে। প্লাস্টিক দূষণের ভয়াবহতা সম্পর্কে পর্যটকদের অবহিত করা হয় এবং তাদেরকে প্লাস্টিক ও অন্যান্য ক্ষতিকর বর্জ্য না ফেলার আহ্বান জানানো হয়। এছাড়া, বনভ্রমণের সময় কীভাবে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা যায় সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

ভিবিডি সাতক্ষীরা জেলার সভাপতি ইব্রাহিম খলিল জানান, আমাদের এই উদ্যোগ শুধু একটি কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সুন্দরবন রক্ষা, জলাধার সংরক্ষণ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করব।

তিনি আরও বলেন, স্থানীয় জনগণ ও তরুণদের পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করতে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হবে, যাতে তারা সচেতনভাবে পরিবেশবান্ধব কার্যক্রমে অংশ নিতে পারেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!