সুন্দরবন থেকে ডিঙ্গি নৌকা, হরিণ শিকারের ফাঁদসহ ২০কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ। রবিবার(০৫ ফেব্রুয়ারি) রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ইসহাকের ছিলা এলাকায় অভিযান চালিয়ে এই মাংস উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বনরক্ষীরা। বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণ শিকারের ফাঁদ, ডিঙ্গি নৌকাসহ ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খুলনা গেজেট/ বিএমএস