খুলনা, বাংলাদেশ | ৭ পৌষ, ১৪৩১ | ২২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অনিয়ম তদন্তে রাষ্ট্রপতির অনুমোদন
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫
  গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুনে নিহত ১

সুন্দরবন উপকুলীয় দূর্গত ৫০টি পরিবারের পাশে দাড়ালেন নৌ বাহিনী

মোংলা প্রতিনিধি

সুন্দরবন সংলগ্ন উপকুলীয় অঞ্চলের দূর্গতদের জীবন জীবিকা নিশ্চিত করতে ৫০টি পরিবারের মাঝে নৌ-বাহিনীর উদ্যেগে রিক্সা-ভ্যান ও সেলাই মেশিনসহ গবাদি পশু বিতরণ করা হয়েছে। সুন্দরবন সংলগ্ন জয়াখালী ইউনিয়নে বন্যা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্থ স্থানীয় দরিদ্র ও দুস্থ্যরা পেয়েছেন নৌ বাহিনীর এ অনুদান সহায়তা। আর এ সাহায্য সহযোগিতা কর্মহীন অসহায় মানুষের মনে আশার সঞ্চার হয়েছে।

এফআইএস’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে করোনা পরিস্থিতি, নদীভাঙ্গন ও প্রাকৃতিক দূর্যোগ বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। দরিদ্র, এতিম, দুস্থ ও অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য, বস্ত্র, চিকিৎসাসহ মানবিক সহায়তা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ পরিবারের সাহায্যার্থে সুন্দরবন উপকুলীয় শ্যামনগর উপজেলার জয়াখালী ইউনিয়নে ৫০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে রোববার জীবিকা নির্বাহের জন্য রিক্সা, ভ্যান, সেলাই মেশিন এবং গরু ও ছাগল বিতরণ করা হয়।

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!