খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বড় ভাই জেলে, ছোট ভাই নিখোঁজ

ওয়াসিম আরমান, মোংলা

জীবনের তাগিদে সুন্দরবনে মাছ ধরতে গতো ৭ এপ্রিল শুক্রবার  বাড়ি থেকে রওনা হয়েছিল আপন দুই ভাই, সাগর নাথ (২৫) ও হিলটন নাথ (১৮) সহ আরো দুজন। অবৈধ ভাবে মাছ শিকারের দায়ে বড়ো ভাই সাগর নাথ সহ বাকি দুজন বন রক্ষিদের হাতে আটক হলেও  নিখোঁজ রয়েছে সাগর নাথের আপন ছোট ভাই হিলটন নাথ। নিখোঁজ হিলটন নাথ মোংলা উপজেলার চিলা গ্রামের দিনমজুর মিঠু নাথের ছেলে। নিখোঁজ হিলটনের সন্ধানে তার পরিবার সহ এলাকা বাসি পশুর নদী ও সুন্দরবনের আশে পাশে তাকে খুজেঁ বেরাচ্ছেন।
হিলটন নাথের চাচা স্বপন নাথ জানান হিলটন মোংলা ইপিজেডের কর্মরতো একজন শ্রমিক। শুক্রবার রাতে তার বড়ো ভাই সহ আরো দুজন সুন্দরবনের খালে মাছ ধরতে রওনা হলে তাদের সাথে মাছ ধরতে যায় হিলটন। সকাল বেলা আমরা জানতে পারি সুন্দরবনে মাছ ধরার অপরাদে সাগর নাথ সহ বাকি দুজনকে বন রক্ষিরা আটক করে নিয়ে গেছে এ সময় তাদের সাথে দেখা করে হিলটন কোথায় আছে জানতে চাইলে সাগর সহ অন্যরা জানায় রাতে বনরক্ষিরা তাদের আটকের কালে হিলটন সহ তারা ভয়ে নদীতে ঝাঁপ দেয় , কিন্তু তাদের তিন জনকে বনরক্ষিরা আটক করতে পারলেও হিলটনকে তারা পায়নি। শনিবার ৮ এপ্রিল থেকে আমরা পরিবারের লোক জন সহ এলাকা বাসি হিলটনকে নদী এবং জঙ্গলে অনেক খোজা খু্জিঁ করেও এখনো তার কোন সন্ধান পাইনি। এখন পযন্ত সে মরে গেছে নাকি বেচেঁ আছে তাও বলতে পারছিনা।
পূর্ব সুন্দরবনের চাদঁপাই রেন্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মাহাবুব হাসান জানান অবৈধ ভাবে সুন্দরবনের করমজলের ৮ নং খালে মাছ শিকার কালে বনরক্ষিদের হাতে অসিম শেখ, জাকির শেখ,  ও সাগর নাথ নামে তিন জনকে নৌকা সহ আটক করা হলেও এ সময় আর কাউকে নৌকায় পাওয়া যায়নি, আটককৃত ব্যাক্তিদের কাছে সাথে আর কেউ আছে কিনা জানতে চাইলে তারা তা অস্বিকার করে বলেন তাদের সাথে আর কেউ ছিলনা। এবং নিখোঁজ ব্যক্তির সম্পর্কে তাদের পরিবার থেকে কেউ কিছু জানায়নি।
করমজল বন্যপ্রানি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, সোমবার ১০ এপ্রিল চিলা এলাকার কিছু লোক আমাকে এসে জানায় মাছ ধরতে এসে হিলটন নামে তাদের একজন লোক নিখোঁজ রয়েছে । তার সন্ধান পেতে সহায়তা চাইলে আমি আমার উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে তাদের সাথে আমাদের বনরক্ষিদের পাঠিয়েছি।
নিখোঁজ হিলটনের বাবা মিঠুনাথ কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার দুইটা ছেলে বড় ছেলেটা মাছ ধরতে গিয়ে মামলা খেয়ে জেলে আছে, আর ছোট ছেলেটা নিখোঁজ রয়েছে,  জানিনা আমার বুকের মানিক বেচেঁ আছে নাকি মরে গেছে। শনিবার থেক আজ পর্যন্ত গ্রামবাসী অনেক খোজা খুজিঁ করেও আমার মানিককে খুজেঁ পায়নি। আপনারা আমার বুকের ধনকে খুজে পেতে আমাকে সহায়তা করুন। জীবিত না পারলেও মৃত লাশটা অন্তত্য আমাকে এনে দেন।
খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!