খুলনার কয়রায় সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে শিকার করা ৪শ’ কেজি চিংড়িসহ নিতাই মণ্ডল নামে এক ব্যক্তিকে আটক করেছে কয়রা থানা পুলিশ। মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১ টার সময় উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরামুখা গ্রামের মেদের চর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম দোহা (বিপিএম) নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে সাদা ককশিটে রাখা আনুমানিক ৪শ’ কেজি চিংড়িসহ নিতাই মণ্ডলকে আটক করে।
আটক নিতাই মন্ডলকে আদালতে প্রেরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কয়রা থানা পুলিশের এসআই হাসান, এসআই খালিদ, এসআই সোহেল।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম দোহা(বিপিএম) জানান, বিশেষ অভিযান চলাকালিন সময়ে প্রায় ৪শ’ কেজি চিংড়ি মাছসহ নিতাই মন্ডলকে আটক করা হয়। সুন্দরবনের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
খুলনা গেজেট/ টি আই