খুলনা, বাংলাদেশ | ২৫ আষাঢ়, ১৪৩১ | ৯ জুলাই, ২০২৪

Breaking News

  পিএসসির প্রশ্নফাঁস : ২ উপপরিচালক ও গাড়িচালক আবেদ আলীসহ গ্রেপ্তার ১৭
  চারদিনের সফরে চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  লক্ষীপুরে রাস্তা পারাপারের সময় বাস চাপায় দাদা-নাতনি নিহত

সুন্দরবনে বাঘের হামলায় নিহত জেলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

পশ্চিম সুন্দরবনের অওতাধীন সাতক্ষীরা রেঞ্জের গহীনে বাঘের হামলায় নিহত জেলে মুজিবর গাজীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। দীর্ঘ ১২ ঘন্টা অভিযান শেষে মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরবনের পায়রাটুলী খাল সংলগ্ন এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের কৈখালী বন অফিস, কদমতলা বন অফিস ও মরগাং টহলফাঁড়ি সহ কোস্টগার্ডের সমন্বয়ে একটি উদ্ধারকারী দল যৌথভাবে অভিযান চালিয়ে নিহতের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। এর আগে গত সোমবার বিকাল ৪টার দিকে সুন্দরবনে পায়রাটুলি খালে কাঁকড়া ধরার সময় বাঘের আক্রমণে মুজিবর গাজী নিহত হয়।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বলেন, অভিযোগ পাওয়ার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে অভিযান শুরু করে। অভিযান শুরুর পূর্বে উদ্ধারকারী দল খোলা আকাশে গুলি ছুড়ে সংশ্লিষ্ট বন এলাকা বিপদমুক্ত করে। খোঁজাখুজির এক পর্যায়ে সুন্দরবনের ভিতর হতে মুজিবর গাজী ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। সকল প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বন আইন মতে নিহতের পরিবারকে ৩ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে।

তিনি আরো জানান, এনিয়ে চলতি বছরে সুন্দরবনে বাঘের হামলায় ৪ বনজীবি নিহত হয়েছে। এ সময় এক বনজীবি আহত হয়। এ পর্যন্ত নিহতের দুই পরিবারকে ৬ লক্ষ টাকা বন বিভাগের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!