সুন্দরবনের কোবাদক স্টেশনের অধিনস্থা কৃঞ্চখালী খালে প্রবেশ নিষিদ্ধ অমান্য করে কাঁকড়া ধরার অপরাধে ৪ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে ২ টি নৌকা, কাঁকড়া ধরার সরঞ্জাম সহ গরান কাঠ উদ্ধার করা হয়।
জানা যায়, শুক্রবার ৩ জুন দিবাগত-রাত ভোর ৪ টার দিকে কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলাম নেতৃত্বে কোবাদক স্টেশনের স্টাফরা ও সাতক্ষীরা স্মার্ট টিমের সদস্যরা যৌর্থ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চানীমুখা গ্রামের খবির হোসেন (৫৫) আজারুল গাজী (২৪) আমিনুর রহমান (২৮) ও রফিকুল ইসলাম (২৯)।
সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসএিফ) এম.এ হাসান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।