খুলনা, বাংলাদেশ | ৭ পৌষ, ১৪৩১ | ২২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুনে নিহত ১
  শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের বিষয়ে নিশ্চিত নয় ট্রাইব্যুনাল

সুন্দরবনে অনুপ্রবেশে ছাত্রলীগ নেতাসহ আটক ৪৮ : অতঃপর জরিমানায় মুক্ত

নিজস্ব প্রতিবেদক

সুন্দরবনে অনুপ্রবেশের অভিযোগে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো: ইব্রাহীম হোসেন ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের ৪৩ নেতাকর্মীসহ ৪৮ জনকে আটক করে বনবিভাগ। পরে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় বনমন্ত্রীর কাছে মোবাইলে ভুল স্বীকার করে ও জরিমানা দিয়ে সন্ধ্যায় ছাড়া পান ছাত্রলীগের আটক নেতাকর্মীরা। সোমবার (৩ আগস্ট) তারা এমভি মায়ের দোয়া নামের একটি লঞ্চ নিয়ে শরণখোলা রেঞ্জ এলাকা দিয়ে বনবিভাগের সিগন্যাল না মেনে সুন্দরবনে অনুপ্রবেশ করেন বলে জানিয়েছে সুন্দরবন বিভাগ।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নুল আবেদীন জানান, করোনাকালে সুন্দরবনে সব ধরনের পর্যটনসহ সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার। এমনিতেই সুন্দরবনে সব ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার নিষিদ্ধ।
এ অবস্থায় সকালে লঞ্চ নিয়ে ঢাকা মহানগর উত্তরের ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম হোসেনসহ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের ৪৩ নেতাকর্মী এমভি মায়ের দোয়া নামের একটি লঞ্চে করে উচ্চস্বরে বাদ্যযন্ত্র বাজিয়ে শরণখোলা রেঞ্জ দিয়ে সুন্দরবনে অনুপ্রবেশ করেন।

তিনি আরও বলেন, এসময় বনবিভাগ সিগন্যাল দিলেও তারা তা মানেননি। পরে বনবিভাগ তিনটি বোট নিয়ে ধাওয়া করে সুপতি ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইডে গিয়ে লঞ্চের পাঁচজন স্টাফসহ তাদের আটক করে। পরে তারা মোবাইলফোনে বনমন্ত্রীর কাছে ভুল স্বীকার করেন। এ অবস্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অনুপ্রবেশকারীরা বনে প্রবেশের নির্ধারিত ফি’র তিনগুণ ১০ হাজার ৫০০ টাকা জরিমানা পরিশোধ করেন। পরে সন্ধ্যায় তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!