খুলনা, বাংলাদেশ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রাজ্জাক মারা গেছেন
  ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি মঙ্গলবার

সুন্দরবনের রায়মঙ্গল নদীর চর থেকে ৯টি ভারতীয় গরু আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

পশ্চিম সুন্দরবনের আওতাধীন সাতক্ষীরা রেঞ্জের গহীনে রায়মঙ্গল নদীর কচুখালী চর থেকে ৯ টি ভারতীয় গরু আটক করেছে নৌ পুলিশ। তবে এ সময় কোনো চোরাকারবারী কে আটক করতে পারেনি তারা। সোমবার (১৫ আগস্ট) ভোর ছয়টার দিকে সুন্দরবনের ভেতর দিয়ে ভারত থেকে পাচার করে আনার সময় এই গরু আটক করা হয় ।

শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারক বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬ টার দিকে রায়মঙ্গল নদীর চরে বনের ভেতর থেকে ভারতীয় গরু গুলো আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বনের ভেতর পালিয়ে যাওয়ায় এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, আটক ভারতীয় গরু গুলো নৌ-পুলিশ ফাঁড়ির হেফাজতে আছে। এ বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!