সুন্দরবন থেকে বহুদিন পরে আবারও নদী সাঁতরে পার হয়ে এলো একটি রয়েল বেঙ্গল টাইগার। সোমবার ভোর রাতে কোন এক সময় বাঘটি সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসে।
তবে বনবিভাগ বলছে এলাকায় বাঘ আসার চিহ্ন থাকলেও এখনো পর্যন্ত বাঘটি চলে যাওয়ার চিহ্ন পাওয়া যায়নি। ফলে এলাকার যে কোন জায়গায় বাঘটি লুকিয়ে রয়েছে এমন আশঙ্কায় আতঙ্ক বিরাজ করছে।
বুড়িগোয়ালিনীর টাইগার টিমের সদস্যরা এলাকায় টহল দিচ্ছে।
বুড়িগোয়ালিনির হুলোর মোড় এলাকার প্রদীপ মুন্ডা ও মনোরঞ্জন বলেন, রোববার রাতে আমরা বাঘের ডাক শুনতে পাই। সোমবার বিকালে আমার বাড়ির পাশেই যেয়ে দেখি বাঘের পায়ের ছাপ। এরপর বহু লোকজন জানার পর সোমবার সকালে ছুটে আসেন এলাকাবাসীসহ বনবিভাগ ও টাইগার টিমের সদস্যরা।
প্রদীপ মুন্ডা আরো বলেন ঘটনার পূর্বে সুন্দরবন থেকে দুইটি বুনো শুকুর পার হয়ে আসে। পরে তাদেরকে ধাওয়া করে এপারে চলে আসে রয়েল বেঙ্গল টাইগার বলে আমরা মনে করি। তবে ফিরে গেছে কিনা কেউ জানাতে পারেনি। এঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।