সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবন থেকে ভেজাল মধু তৈরির সরঞ্জাম ও ১৫ বস্তা চিনিসহ সাত মৌয়ালকে আটক করেছে বনবিভাগ। শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনের বাদুড়ঝুলি এলাকার কুমনিওয়ালা খাল থেকে তাদেরকে আটক করা হয়।
আটক মৌয়ালরা হলো, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সরা গ্রামের মৃত নুরমান মোড়লের ছেলে সাত্তার মোড়ল (৪৫), একই গ্রামের মৃত হাজের বদ্ধির ছেলে কুবাত আলী (৫০), মৃত এলাহী বক্স মালীর ছেলে শাহাদাত (৫০), মৃত সফদুল গাজীর ছেলে সাহেব আলী (৫২), মৃত ফুলচাদ গাজীর দুই ছেলে ইয়াসিন গাজী (৪৫) ও মজিদ গাজী (৫০) এবং পাতাখালী ইউনিয়নের গড়কোমরপুর গ্রামের মোসলেম সানার ছেলে আবু বক্কর (৫২)।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ বলেন, বৃহস্পপতিবার সকালে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে মধু কাটার পাশ নিয়ে গাবুরা ৯নং সোরা এলাকার আব্দুল হাকিম শেখের ১৫ জনের একটি মৌয়াল দল সুন্দরবনে প্রবেশ করে। তারা ভেজাল মধু তৈরির সরঞ্জাম ও প্রচুর পরিমান চিনি নিয়ে গেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনের বাদুড়ঝুলি এলাকার কুমনিওয়ালা খালে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টা নৌকা, ৩৫টা ড্রাম ও ১৫ বস্তা চিনি ও ভেজাল মধু তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ আরো বলেন, নিরাপত্তার স্বার্থে শুক্রবার রাতে তাদেরকে মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়িতে রাখা হয়। শনিবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়ছে। এঘটনায় শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
খুলনা গেজেট/কেএম