সুন্দরবনকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ না দেওয়ার জন্য মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) বাগেরহাটের শরণখোলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সুন্দরবনের উপর নির্ভরশীল জেলে, বাওয়ালী, মৌয়াল থেকে শুরু করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, সুন্দরবন সহব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি এম ওয়াদুদ আকন, মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক সোলায়মান ফরাজী, মৌমাছি ও মধু গ্রুপের বাগেরহাট সমন্বয়ক ইনজামামুল হক, শরণখোলার সমন্বয়ক রাসেল আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, সুন্দরবন পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন। এই বন শুধু বাংলাদেশের নয়, বিশ্বের যে কোনো ঐতিহ্যবাহী স্থানের চেয়ে গুরুত্বপূর্ণ। আমরা চাই সুন্দরবনের বিশ্বঐতিহ্যের সম্মান বহাল থাকুক। সরকার ইউনেস্কোর বেধে দেয়া শর্ত ধীরে ধীরে পুরণ করছে। ইউনেস্কো যেনো তাদের সিদ্ধান্ত থেকে ফিরে আসে, সুন্দরবন উপকূলবাসীর পক্ষ থেকে আমরা সেই অনুরোধ জানাই।
১৯৯৭ সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের সম্মান দেয় ইউনেস্কো। ইউনেস্কোর শর্ত অনুযায়ী, রামপাল ছাড়াও সুন্দরবন অঞ্চলে কোনো ভারী শিল্প কারখানার অনুমোদন দেয়া যাবে না। ইতিমধ্যে গড়ে ওঠা শিল্প কারখানাগুলোর প্রভাব মূল্যায়ন করতে একটি সমীক্ষা (এসইএ) করতে হবে। এরপর সেখানে কোন ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে ও কোন ধরনের স্থাপনা করা যাবে না, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
খুলনা গেজেট/ টি আই