সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাদাম তোলার সময় বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে আরও ১০ জন। বৃহস্পতিবার (১৯ মে) দুপুর ১২টার দিকে উপজেলার সুন্দর পাহাড়ি গ্রামের পাশে বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে।
গুরুতর আহতদের বাদাঘাট, তাহিরপুর ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাহাড়ি ঢলে বিভিন্ন এলাকার বাদাম খেত ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এমন অবস্থায় সুন্দর পাহাড়ি গ্রামের বাদাম চাষিরা পরিবারের শিশু-নারীসহ সবাইকে নিয়ে বাদাম তুলতে যান। দুপুর ১২টার দিকে ঝড়ের সময় বজ্রপাতের ঘটনা ঘটে। সেই বজ্রপাতে ঘটনাস্থলেই সুন্দর পাহাড়ি গ্রামের কৃষক আব্দুল হালিমের মেয়ে তাওহিদা বেগম (১১), ফজর আলীর মেয়ে রিপা বেগম ও আব্দুল আজিজের ছেলে আমিরুলের (১১) মৃত্যু হয়।
এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন। তাদের তাহিরপুর, বাদাঘাট ও সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, ব্যক্তিগতভাবে নিহতদের পরিবারকে পাঁচ হাজার করে নগদ টাকা দেওয়া হয়েছে।
খুলনা গেজেট/ টি আই