সুদান থেকে ফেরত আসা বাংলাদেশিদের জেদ্দায় থাকার ব্যবস্থা করবে সৌদি আরব। এমন তথ্য জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।
সোমবার (১ মে) সৌদি দূতাবাসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এতথ্য জানান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সৌদি সরকারের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সালের কাছে চিঠি দিয়েছেন বলেও জানান তিনি।
সৌদি রাষ্ট্রদূত জানান, সুদান থেকে সৌদি ও অন্যান্য দেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য কাজ করছে সৌদি আরব। এখন পর্যন্ত প্রায় ১০০ দেশের ৬ হাজার লোককে উদ্ধার করা হয়েছে। তাদেরকে হোটেল, সামরিক ও বেসামরিক ভবনে রাখার পাশাপাশি ভিসা দেয়া হয়েছে।
ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, সুদান থেকে আসা ব্যক্তিদের নিজ নিজ দেশে ফেরত যাওয়ার জন্য আমরা সহায়তা দিচ্ছি। যারা নিজ দেশে ফেরত যাচ্ছেন না, তাদেরকে বিনা অর্থে সৌদি আরবে থাকার ব্যবস্থা করা হচ্ছে। ৫৮ হাজারের মতো সুদানিজ, যারা ওমরাহ ও অন্যান্য কাজে সৌদি আরবে অবস্থান করছেন তাদেরকে থাকার অনুমতি দেয়া হয়েছে বলেও তিনি জানান।
খুলনা গেজেট/ এসজেড