খুলনা, বাংলাদেশ | ১ ফাল্গুন, ১৪৩১ | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় সারাদেশে ৫৬৬ জন গ্রেপ্তার
  ডিসেম্বরে নির্বাচন হতে পারে: ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে ড. ইউনূস

সুজনের জন্মদিনে আইসিসির শুভেচ্ছা বার্তা

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ সুজন ৪৯ বছর পূর্ণ করলেন। জনপ্রিয় এই ক্রিকেট ব্যক্তিত্বের জন্মদিনে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি নিজেদের পেজ থেকে শুভেচ্ছা জানিয়েছে। জন্মদিন উপলক্ষে ফেসবুক, ট্ইুটার ও ইনস্টাগ্রামে সুজনকে শুভেচ্ছা জানিয়েছে আইসিসি। বাংলাদেশের জার্সি গায়ে ১২টি টেস্ট ও ৭৭টি ওয়ানডে খেলে ৮০টি উইকেট শিকার করেছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার।

তার ক্রিকেটীয় জীবনের সাফল্যধারা তুলে ধরে আইসিসি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় আইসিসি, ‘১৯৯৯ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের ম্যাচে ৩১ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করে বড় অবদান রেখেছিলেন তিনি। যা বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পেছনেও বড় অবদান রাখে। খালেদ মাহমুদকে জন্মদিনের শুভেচ্ছা।’

বাংলাদেশ দলের সাবেক এই খ্যাতনামা ক্রিকেটার বর্তমানে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া খেলোয়াড়ি জীবন শেষে নাম লিখিয়েছেন কোচিংয়েও। বাংলাদেশ ক্রিকেট দলে মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকারের মতো নামী ক্রিকেটারদের দলে জায়গা করার নেপথ্যের নায়ক গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান সুজনই।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!