প্রভুর কাছে চাওয়া পাওয়া সকল রসনায়, দৃঢ় ঈমান
মজবুত তাকওয়ায় ।
মহৎ জীবন রচনায় আলোকিত জীবন ভ্রাতৃত্ব বন্ধন,
দ্বীনের জ্ঞানে, আল কুরআন চর্চায় একান্ত সাধনায়,
ক্ষণিক জীবনের শান্তি-সুখ ইসলামী শরীয়ত
মেনে চলায় ।
কৃচ্ছতা সংযমে বিকশিত মু’মিনের সরল অন্তর
সালাতের নিমগ্নতায় ।
অসীম কল্যান, বরকত, রিযিক দৌলত হালাল
রুজী রোজগার কামনায় ।
ধৈর্যশীলদের জীবনের সুখ, পার্থিব জীবন
শান্তিময়, নবুয়্যত, রিসালাতের আনুগত্যে, কেবল
– স্রষ্টার মহিমায় ।
জীবনের সকল পরীক্ষায় সফলতা শুধু –
ত্যাগে । তওবাগুনে, পরম স্রষ্টার কাছে
নীরব প্রার্থনায় ।
সকল দুঃখ, কষ্ট মোচনে আল্লাহ রাসূলের (সা:)
সন্তুষ্টি অর্জনে “পাক কুরআন”
তিলাওয়াতে – এ হৃদয়ের সুখ খুলে যায় ।
এ মু’মিনের ধ্যান, আরাধনায়, মুনাজাতে চাওয়া
শুধু আখিরাতের সুখ, জান্নাত কামনায় ।
খুলনা গেজেট/ টি আই