করোনায় আক্রান্ত হওয়ার কথা গত ৫ অক্টোবর জানিয়েছিলেন জনপ্রিয় টিভি অভিনেত্রী তানজিন তিশা। করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে ছিলেন তিশা।
সে সময় তিশা বলেন, ‘নমুনা পরীক্ষার দু’দিন আগে থেকেই জ্বর ছিল। খাবারের স্বাদ ও ঘ্রাণ পাচ্ছিলাম না। তাই করোনা পজেটিভ বলে সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়ে কভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসি। একদিন পরই জানতে পারি আমি করোনা পজেটিভ।’ ‘পজিটিভ’ জানার পর সব কাজ বাতিল করেন তিশা। শুটিং করাও বন্ধ করে দেন।
তবে বৃহস্পতিবার সর্বশেষ নমুনা পরীক্ষায় তার ‘করোনা নেগেটিভ’ এসেছে এবং শিগগিরই শুটিংয়ে ফিরবেন বলে জানিয়েছেন তিশা।
অভিনেত্রী তিশা বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছি। আজই নমুনা পরীক্ষার রেজাল্ট হাতে পেয়েছি। তাতে নেগেটিভ এসেছে।’ করোনামুক্ত হওয়ার বিষয়টি ফেসবুকেও জানিয়েছেন এ অভিনেত্রী। তাতে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে এবং আপনাদের সবার সহায়তায় আজ আমি করোনা প্রতিবেদন পেয়েছি এবং এটি নেগেটিভ।’
মোস্তফা কামাল রাজের ‘মানি ম্যাশিন’ নাটকটির শুটিং শেষে করোনায় আক্রান্ত হওয়ার খবর আসে তিশার। পরে ওই নাটকের নির্মাতা রাজ ও অভিনেতা তাহসান খানও করোনায় আক্রান্ত হন।