সীমান্তে অপরাধ রোধে জনসচেতনতামূলক এক মতবিনিময় সভা বুধবার (১৬ এপ্রিল) দুপুরে বিজিবি সাতক্ষীরা ব্যাটালিয়নের তুলইগাছা বিওপির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল মো. আশরাফুল হক।
মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, একটি মৃত্যু একটি পরিবারের সারা জীবনের কান্না। বর্তমান সময়ে বিজিবি-বিএসএফ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে শক্ত অবস্থানে রয়েছে। সীমান্তে বল প্রয়োগ, গোলাগুলি হওয়ার আশঙ্কা আছে। বাংলাদেশী নাগরিক কর্তৃক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে বিএসএফ কর্তৃক জীবননাশের ঝুঁকি রয়েছে। এ লক্ষ্যে সীমান্তবর্তী এলাকায় অনাকাঙ্খিত মৃত্যু ও যে কোন ধরণের দুর্ঘটনা রোধকল্পে সীমান্তবর্তী জনসাধারণ কর্তৃক অবৈধভাবে সীমান্ত অনুপ্রবেশ/অতিক্রম, চোরাচালান, মাদক ও মানব পাচার এবং সীমান্তে অপরাধমূলক কার্যক্রমে জড়ানো থেকে বিরত থাকতে হবে। তিনি এবিষয়ে স্থানীয় চেয়ারম্যান এবং মেম্বারদের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার জনসাধারণের সচেতনতা বৃদ্ধির জন্য অনুরোধ করেন।
তিনি আরো বলেন, সীমান্তবর্তী জনগণকে জানাতে হবে যে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা যাবে না। সন্ধ্যার পরে অহেতুক সীমান্তে ঘোরাঘুরি করা যাবে না। সীমান্তে সন্ধ্যার পরে ঘোরাঘুরি করলে বিজিবি কর্তৃক আটক করা হবে এবং আইন অনুযায়ি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যে সকল বাংলাদেশী নাগরিকদের সীমান্তে চাষাবাদের জমি রয়েছে, তাদেরকে দিনের আলোয় চাষাবাদের কার্যক্রম শেষ করে সীমান্ত এলাকা হতে ফেরত আসার জন্য জনপ্রতিনিধিগণের মাধ্যমে এলাকার জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য অনুরোধ করেন তিনি।
মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি যথাক্রমে কুশখালী, বাঁশদাহ ও কেড়াগাছি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময়ে অধিনায়ক সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার, মাদক ও মানব পাচার, অবৈধ সীমান্ত অতিক্রমসহ বিভিন্ন সীমান্ত অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য উপস্থিত সকলকে আহবান করেন। মতবিনিময় সভায় উপস্থিত জনপ্রতিনিধিগণ এ বিষয়ে এলাকার জনসাধারণ স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে সভা-সেমিনার ও প্রচারণার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং দুস্কৃতিকারীদের তালিকা বিজিবিকে প্রদানের বিষয়ে অধিনায়ককে আশ্বস্ত করেন।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি কর্তৃক স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
খুলনা গেজেট/জেএম