চট্টগ্রামের হাজারী গলিতে যৌথ বাহিনীর ওপর হামলার ঘটনায় সীতাকুণ্ড থেকে বলাই চক্রবর্তী নামে ইসকনের এক সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। উপজেলার পৌরসভার ৪ নং ওয়ার্ডের ভূঁইয়াপাড়া এলাকার খোকন বণিকের বাড়ি থেকে বুধবার (৬ নভেম্বর) রাত আটটার দিকে তাকে আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেনাবাহিনী পাকা প্রাচীর ঘেরা তিনতলা বাড়িটি ঘেরাও করে। পরে দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে আটক করা হয় বলাই চক্রবর্তীকে। আটকের পর ইসকনের এ সদস্যকে সীতাকুণ্ড থানায় নিয়ে যাওয়া হয়।
সূত্র জানায়, সীতাকুণ্ড থানায় বলাই চক্রবর্তীর বিরুদ্ধে কোন মামলা না থাকায় সেনাবাহিনী তাকে চট্টগ্রাম কোতোয়ালী থানায় নিয়ে যায়। তার পিতা গোপাল চক্রবর্তী। বাড়ি সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের অনন্তপুর এলাকায়।
প্রসঙ্গত, চট্টগ্রাম নগরীর হাজারী গলিতে মঙ্গলবার বিকালে যৌথ বাহিনীর ওপর ইটপাটকেল ও অ্যাসিড নিক্ষেপ করা হয়। এতে সেনাবাহিনীর পাঁচজন ও পুলিশের নয়জন সদস্য আহত হয়েছে। পুলিশের এক সদস্য অ্যাসিড দগ্ধ হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার এক সংবাদ সম্মেলনে নগর পুলিশের উপ-কমিশনার মো. রইছ উদ্দিন বলেন, যারা এ ঘটনায় জড়িত ছিল, তারা ‘জয় শ্রীরাম’ বলে শ্লোগান দিয়েছে। এছাড়া ফেসবুকে যে ধরনের প্রচার-প্রচারণা, গোয়েন্দা তথ্য বিচার বিশ্লেষণ করে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি, ইসকন সমর্থকরাই এ ঘটনা ঘটিয়েছে।
খুলনা গেজেট/এনএম