বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর কমিটির এক সভা শুক্রবার রাতে দলীয় কার্যালয়ে মহানগর শাখার সভাপতি কমরেড মিজানুর রহমান বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. নিত্যানন্দ ঢালীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় সদস্য ও জেলা কমিটির সভাপতি কমরেড ডাঃ মনোজ দাশ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর সিপিবি নেতা কমরেড এইচ এম শাহাদাৎ, কমরেড রঙ্গলাল মৃধা, বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, বীর মুক্তিযোদ্ধা কমরেড কিংশুক রায়, কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল, কমরেড নীরজ রায়, কমরেড জাহানারা আক্তারী, কমরেড তোফাজ্জেল হোসেন, কমরেড ফজলুল হক, কমরেড সাইদুর রহমান বাবু প্রমুখ।
সভায় বক্তারা ২০২১-২২ সালের বাজেট তথাকথিত বাজেট না হয়ে জনবান্ধব বাজেট প্রদানের আহ্বান জানান এবং চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেটের নিকট সরকার জিম্মি ও অসহায়। নেতৃবৃন্দ অবিলম্বে চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার জন্য জোর দাবি জানান।