খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২

সিয়াম সাধনা : আত্মশুদ্ধির পথ

আবদুস সালাম খান পাঠান

১.
রমজানেরই পুন্যদিনে সিয়াম সাধনার কৃচ্ছতা সংযমে
নিয়ত আমারে শুধাই ।
প্রভু দয়াময়, দিবস রজনী তোমারই আরাধনায়, সালাত
আদায়ে, যিকির ও ধ্যানে নিবিষ্টমনে মগ্ন হয়ে যাই ।
সততা নিষ্ঠায় জীবন যাপন করি, তোমারই অপার রহমত
ও করুনা চাই । রোজার দহনে আত্মশুদ্ধির পথ
_ যে, খুঁজেই পাই। শুধু, তোমারই অনুগ্রহ চাই।

সকল গোনাহের তওবা করি, রোজার সংযমে ষড়রিপুকে
ধ্বংস করি, দুনিয়া ও আখিরাতের শান্তি-সুখ, যশ
খুঁজে বেড়াই। কেবলি প্রভু, তোমার সকল নিয়ামতের
শুকরিয়া জানাই।

নাজাত ও মুক্তির আশায় তোমার কাছে আমার
আকুল ফরিয়াদ, সকল প্রশংসা তোমারই, প্রার্থনা,
সকল গুণগান। হে প্রভু দয়াময় রহীম রাহমান।
সহজ সরল, অনাড়ম্বর জীবনে; সত্য পথে থাকি
হালাল রুজীর করি সন্ধান।

সালাতে মুনাজাতে আল্লাহ-রাসূল প্রেমে অশ্রুজলে
বুক ভাসি, কভু সিজদাবনত, কভু থাকি ম্রিয়মান।
কেবল তোমারে স্মরণ করি, প্রভু জীবনের সব
কামনা বাসনা মিটে যে তাই।

জীবনের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, আবার
দুর্বার গতিতে এগিয়ে যাই, হৃদয়ে শক্তি সাহস পাই।

২.

এই মাহে রমজানে দুঃস্থ গরীব, মিসকিনে, দান খয়রাত
যাকাত, সদকা ফিতরা দানে, মানব সেবায় কল্যাণের
পথে হাত বাড়াই। পরহেজগারী জীবন কাটাতে চাই।

সিয়াম সাধনার মাঝে অসীম বরকত, ত্যাগ ও ধৈর্য্যের
শিক্ষা যে পাই। নবীজির (স:) আদর্শ, সুন্নাত পালনে
থাকি সচেষ্ট সারাবেলা।

মানবের মাঝে ভ্রাতৃত্ব-গড়ি, হৃদয়ের শতো আকুলতায়
কাটাই পার্থিব সুখের কালবেলা।
প্রভু, দয়াময় এ কঠিন সময় পাড়ি দিতে দাও ধৈর্য্য
অগাধ মনোবল। পুলসিরাত পাড়ি দিতে চাই
নবীজির (স:) শাফায়াতে, শ্রদ্ধায় ও ভালোবাসায় –
গড়েছি ঈমানী তাকওয়া বল।

দাও প্রভু, কুরআন হাদীসের জ্ঞান, রাসূলের আদর্শে
গড়িতে জীবন, দাও সিয়ামের পুন্য, শক্তি –
আলোর পরশে দেহমন হোক উজ্জ্বল।

আত্মীয় স্বজন প্রতিবেশীর হক আদায়ে গড়ুক, দৃঢ় –
বন্ধন। মহব্বতে গড়ুক সমাজ, ইসলামী জীবন।
সিয়ামের আনন্দে, রিযিক, দৌলতে ভরে উঠুক
সব, সংসারের সুখ প্রানোচ্ছল।
সালাতে মুনাজাতে, চোখের কোনে প্রাণাবেগে ঝরুক
প্রার্থনায় অশ্রুজল।

 

খুলনা গেজেট/এমএইচবি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!