রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে। শুক্রবার রাত ৩টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এভারকেয়ার হাসপাতালের চতুর্থ তলায় সিসিইউতে ভর্তি আছেন ড. খন্দকার মোশাররফ হোসেন। বুকে ব্যাথা অনুভব হলে তাকে হাসপাতালে নেয়া হয়।
ড. মোশাররফের ছেলে ড. খন্দকার মারুফ হোসেন গণমাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেন।
খুলনা গেজেট/এসজেড