সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেসের একটি ট্রেনের বগিতে আগুন লেগেছে বলে খবর পাওয়া গেছে। বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
দাঁড়িয়ে থাকা ট্রেনের তাপানুকুল বগির ভেতরে আগুনে কয়েকটি আসন পুড়ে যায়। আগুন আরো ছড়িয়ে পড়ার আগেই ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। ট্রেনের ভেতরে পানির দুটি বোতলে পেট্রোল পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শী ও রেলস্টেশন সূত্রে জানা গেছে, সিলেট-ঢাকা রুটে চলাচলকারী উপবন এক্সপ্রেসটি রাত সাড়ে ১১টার দিকে সিলেট স্টেশন ত্যাগ করার কথা ছিল। এর মধ্যে রাত সাড়ে নয়টার দিকে একটি বগিতে আগুন দেখা গেলে আতঙ্ক শুরু হয়। দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে অন্যান্য বগিগুলো বিচ্ছিন্ন করে সরিয়ে নেওয়া হয়।
সিলেট রেলওয়ে পুলিশের সুপার শেখ শরিফুল ইসলাম জানান, কারা আগুন দিয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ভেতরে আলামত দেখে ধারণা করা হচ্ছে, হরতাল অবরোধের নামে নাশকতাকারীদের কেউ এই আগুন দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।
খুলনা গেজেট/কেডি