সিলেট সিটি করপোরেশনের ৩৫নং ওয়ার্ডের মেজরটিলার চামেলীবাগ আবাসিক এলাকায় টিলা ধসের ঘটনা ঘটেছে। এতে ২ ভাইয়ের পরিবারের ৬ সদস্য মাটিচাপা পড়েন। এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে ৩ জনকে উদ্ধার করা গেলেও বাকি ৩ জনকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
সোমবার ভোর ৬টার দিকে টিলাটি ধসে পড়ে বলে স্থানীয়রা জানিয়েছেন। বেলা সাড়ে ১১টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত মাটিচাপা পড়া ৩ জনকে উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। উদ্ধার কাজে তাদের সহায়তা করার জন্য সেনাবাহিনীর একটি টিমও ঘটনাস্থলে পৌঁছেছে।
এর আগে টিলা ধসের খবর পেয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
সিসিকের ৩৫নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম জানান, টিলার পাদদেশে আব্দুর রহিম ও তার ভাই আব্দুল করিম পরিবার নিয়ে বসবাস করতেন। তারা স্থানীয় বাসিন্দা। ভোর ৬টার দিকে বৃষ্টির সময় টিলা ধসে ঘরের উপর পড়ে গেলে তারা চাপা পড়েন।
তিনি আরও জানান, স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আব্দুর রহিমের পরিবারকে উদ্ধারি করলেও আব্দুল করিম, তার স্ত্রী ও ছেলে আটকা পড়েন। খবর পেয়ে সকাল ৭টার দিকে পুলিশ, ফায়ার সার্ভিসসহ স্থানীয়া উদ্ধারকাজ শুরু করেন।
এদিকে রাস্তা ছোট হওয়ায় মাটি কাটার কোনো যন্ত্র নিয়ে ঘটনাস্থলে যেতে পারেনি উদ্ধারকারী দল। ফলে হাত দিয়ে মাটি কেটে উদ্ধার কাজ পরিচালনা করতে হচ্ছে।
সিলেটের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, ভারী বৃষ্টির কারণে টিলার মাটি ধসে দুটি আধাপাকা ঘরের ওপর পড়ে। এর মধ্যে একটি ঘর পুরোটাই মাটির নিচে চাপা পড়ে। খবর পেয়ে সকাল ৭টার দিকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।
খুলনা গেজেট/এনএম