সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও রেলওয়ে স্টেশনের অদূরে তেল বহনকারী ট্রেনের ৭টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এরপর থেকে বন্ধ হয়ে পড়েছে সারাদেশের সাথে সিলেটের ট্রেন চলাচল।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে মাইজগাঁও ও বিয়ালিবাজারের মধ্যবর্তী গুতিগাঁওয়ে এ ঘটনা ঘটে। এ কারণে সিলেট থেকে রাত সাড়ে ১১টায় ছেড়ে যাওয়া ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনটিও মোগলাবাজার রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।
মাইজগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মনির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ‘সিলেটগামী তেলবহনকারী ট্রেনটির কয়েকটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। লাইনচ্যুত ওয়াগন উদ্ধারে উদ্ধারকারী দলকে খবর দেয়া হয়েছে। তারা কুলাউড়া থেকে রওয়ানা দিয়েছেন।’
এদিকে ওয়াগন থেকে জালানি ছড়িয়ে পড়ায় আগুন আতঙ্কে আছেন স্থানীয়রা। এ কারণে অনাকাঙ্খিত অগ্নিকাণ্ড ঠেকাতে ওই এলাকায় মাইকিং করা হচ্ছে বলে জানান স্থানীয় বাসিন্দা মাহফুজুর রহমান জাহাঙ্গীর।
সিলেট জেলা পুলিশের ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়াত হোসেন জানান, ‘তারা ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হওয়ার খবর পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
খুলনা গেজেট/কেএম