লক্ষ্যটা সহজ ছিল না। জয়ের জন্য সিলেট সানরাইজার্সকে করতে হতো ১৮৩ রান। এই রান তাড়া করতে নেমে কিছুটা প্রতিরোধ গড়লেও লক্ষ্যে যেতে পারেনি রবি বোপারার দল। সহজেই সিলেটকে উড়িয়ে জয় তুলে নিল মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স।
আজ সোমবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট সানরাইজার্সকে ১৫ রানে হারিয়েছে খুলনা টাইগার্স। ব্যাট হাতে ৮২ রান করা সৌম্য সরকার বল হাতেও চমক দেখিয়েছেন। বল হাতে ২৭ রান দিয়ে দুটি উইকেট নেন তিনি। ব্যাটে-বলের দাপটে ম্যাচসেরা হয়েছেন খুলনার এই ওপেনার।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে স্কোরবোর্ডে ১৮২ রান তুলেছে খুলনা টাইগার্স। ব্যাট হাতে দুর্দান্ত করা সৌম্য উপহার দিয়েছেন ৮২ রানের ইনিংস। ৬২ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল চার বাউন্ডারি ও চার ছক্কা দিয়ে। মুশফিকুর রহিম খেলেছেন ৬২ রানের ইনিংস। মাত্র ৩৮ বলে তাঁর ইনিংসে ছিল ছয় বাউন্ডারি ও দুই ছক্কা। আরেক ব্যাটার ইয়াসির আলী ১৮ বলে করেন ২৩ রান।
১৮৩ রানের জবাব দিতে নেমে ১৬৭ রানে থেমে যায় সিলেট। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন এনামুল হক বিজয়। তাঁর ইনিংস সাজানো ছিল তিনটি করে বাউন্ডারি ও ছক্কা দিয়ে। তাঁর সঙ্গে কোলিন ইনগ্রাম ৩৭ রান করেন।
তবে ফলাফল ছাপিয়ে ম্যাচটিতে বিতর্কের জন্ম দেন সিলেটকে প্রথমবার নেতৃত্ব দিতে নামা রবি বোপারা। আজ হুট করেই নিয়মিত অধিনায়ক সৈকতকে বদলে রবি বোপারাকে দায়িত্ব দেয় সিলেট। সানরাইজার্সের নেতৃত্বে প্রথম ম্যাচেই বিতর্কের জন্ম দিলেন রবি বোপারা। বিপিএলের ম্যাচে বল টেম্পারিং করে আম্পায়ারদের নজরে পড়লেন ইংলিশ অলরাউন্ডার।
ইনিংসের নবম ওভারে ঘটনাটি ঘটে। টিভি পর্দায় দেখা যায়, নখ দিয়ে বল আড়াল করে খুঁটছেন সিলেটের অধিনায়ক বোপারা। ব্যাপারটি আম্পায়ারদের চোখে পড়ে। এরপর ওভারের তৃতীয় ডেলিভারির পর বল পরখ করে দেখেন তারা। আম্পায়ারদের চোখে ধরা পড়ে, বলের আকৃতি পরিবর্তন হওয়া। তাৎক্ষণিকভাবে ওই বল বদলে নতুন বল আনান তাঁরা। পাশাপাশি পাঁচ রান পেনাল্টি দিতে হয় সিলেটকে। ওই পাঁচ রান যোগ হয় খুলনার স্কোরবোর্ডে। বিপিএলে এই প্রথম এমন টেম্পারিংয়ের কারণে শাস্তি হওয়ার ঘটনা ঘটে।
সংক্ষিপ্ত স্কোর
খুলনা টাইগার্স : ২০ ওভারে ১৮২/৩ (ফ্লেচার ১, সৌম্য ৮২*, মেহেদি ০, ইয়াসির ২৩, মুশফিক ৬২*; সোহাগ ৪-০-২৭-১, মোসাদ্দেক ৪-০-৪১-০, স্বাধীন ৪-০-৩৩-১, আলাউদ্দিন ৪-০-৩৮-০, বোপারা ৪-০-৩৪-০)।
সিলেট সানরাইজার্স : ২০ ওভারে ১৬৭/৬ (সিমন্স ১০, এনামুল ৪৭, ইনগ্রাম ৩৭, মিঠুন ২, বোপারা ০, মোসাদ্দেক ৩৯*, অলক ২, ২৫*; খালেদ ৪-০-২৯-১, নাবিল ৪-০-২৭-১, কামরুল রাব্বি ৩-০-৪৬-০, মেহেদি ১-০-৮-০, থিসারা ৪-০-২৩-২, সৌম্য ৪-০-২৭-২)।
ফল : খুলনা টাইগার্স ১৫ রানে জয়ী।