খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান

সিরিয়ায় রাশিয়ান জেনারেল নিহত

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে রাশিয়ার একজন মেজর জেনারেল নিহত এবং দুই সেনা আহত হয়েছেন। মঙ্গলবার দেইর আয-যোরের প্রাদেশে ত্রাণ বিতরণ শেষে ঘাটিতে ফিরছিল। এসময় হামলার ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণে রাশিয়ার তিন সেনা আহত হন তবে পরবর্তীতে মেজর জেনারেল মৃত্যুবরণ করেন।

বোমা হামলার ঘটনায় রাশিয়া একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং ক্রিমিনাল কেস দায়ের করেছে। রুশ মন্ত্রণালয় বলেছে, এ ঘটনায় দায়ী ব্যক্তিদেরকে ছাড় দেয়া হবে না কারণ এটি রাশিয়ার মর্যাদার প্রশ্ন।

সিরিয়ার দেইর আয-যোর প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস সক্রিয় রয়েছে। কিন্তু রাশিয়া ধারনা করছে, এ ঘটনার জন্য আইএএস নয় বাশার আল আসাদের বিদ্রোহী বাহিনী এ হামলা চালিয়ে থাকতে পারে। অন্যদিকে রাশিয়া গত মাসে ওই এলাকার পরিস্থিতি অবনতির বিষয়ে সতর্ক করেছিল। ২০১৫ সালের সেপ্টেম্বর মাস থেকে রাশিয়া সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে এবং এ পর্যন্ত ১২০ জন রুশ সেনা নিহত হয়েছেন।

সিরিয়ায় বাশার আল-আসাদের সমর্থনে রাশিয়ার অন্তত ৫ হাজার সেনা নিয়োজিত রয়েছে। তারা বিভিন্ন সময় দেশটিতে সরকার বিরোধী সশস্ত্র বিদ্রোহীদের উপর হামলা করে থাকে। ওই অঞ্চলে জঙ্গি গোষ্ঠী আইএস দমনেও বড় ভূমিকা রাখছে রাশিয়ার সেনা বাহিনী।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!