খুলনা, বাংলাদেশ | ১৪ মাঘ, ১৪৩১ | ২৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রানিং স্টাফরা কর্মবিরতিতে, সারা দেশে বন্ধ হল ট্রেন চলাচল
আসাদের বিদায়

সিরিয়াতে নতুন অধ্যায় শুরু, তাকিয়ে বিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক

১৩ বছরের গৃহযুদ্ধ এবং ৫০ বছর ধরে আসাদের পরিবারের নিষ্ঠুর শাসনের অবসান ঘটেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাশিয়াতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়েছে। বিদ্রোহীদের রাজধানী দামেস্ক দখলের মধ্য দিয়েছে দেশটিতে নতুন এক অধ্যায় শুরু হয়েছে। তবে রয়েছে অনিশ্চিত এক শঙ্কা। খবর রয়টার্স

দেশটিতে রাতভর কারফিউ জারির পর ভারী যানবাহনে পুরো রাস্তায় যানজন সৃষ্টি হয়। মানুষ বিজয় উল্লাসে মেতে ওঠে। তবে এ সময় অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। ওই সময়ে বিদ্রোহীরা রাজধানীর কেন্দ্রবিন্দুতে পৌঁছে গিয়েছিল।

ফিরদাউস ওমর, যিনি ইদলিবের উত্তরপশ্চিমাঞ্চল থেকে এসেছেন। তিনি কেন্দ্রীয় উমাইয়াদ স্কয়ারে যুদ্ধ করেছেন। ২০১১ সাল থেকে সে আসাদ সরকারের বিরুদ্ধ লড়াই চালিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত সফল হয়েছেন। এখন তিনি তার অস্ত্র রেখে কৃষি পেশায় ফিরে যেতে চান।

তিনি বলেন, আমাদের একটি লক্ষ্য ও উদ্দেশ্য ছিল। সেটি বাস্তবায়িত হয়েছে। আমরা চাই রাষ্ট্র ও নিরাপত্তা বাহিনী এখন দায়িত্বে থাকুক।

সাবেক আল কায়দার অন্যতম সহযোগী হায়াত তাহরির আর শাম (এইচটিএস) এবং তার মিলিশিয়া বাহিনী তড়িৎ গতিতে আসাদ বাহিনীর পতন ঘটিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে ধাক্কা দিয়েছে।

আসাদ সরকারের পতনের মধ্য দিয়ে সিরিয়াতে একটি যুদ্ধের পরিসমাপ্তি হয়েছে। যে যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। এছাড়া বর্তমান সময়ে দেশটির অন্যতম বড় সংকট ছিল শরণার্থী সমস্যা। বোমা মেরে বিদ্রোহীদের দমন এবং একের পর এক বৈশ্বিক নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছিল। তবে সেই অধ্যায়ের অবসান হয়েছে। এখন তুরস্ক, লেবানন এবং জর্ডানে থাকা লাখ লাখ শরণার্থী নিজ দেশে ফিরতে পারবে।

আসাদ সরকারের পতনের পর এই অঞ্চলে সিরিয়া ও রাশিয়া তাদের শক্তি হারিয়েছে। তবে এক্ষেত্রে কিছুটা সুবিধা পেয়েছে তুরস্ক। অন্যদিকে আসাদের পতনকে স্বাগত জানিয়েছে ইসরায়েল।

এইচটিএস এর নেতা আহমেদ আল সারা যিনি আবু আহমেদ আল গোলানি নামে বেশি পরিচিত। তিনি সিরিয়াকে নতুনভাবে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন। গতকাল রোববার তিনি বলেন, আমাদের ভাইয়েরা বিজয়ের মধ্যে দিয়ে নতুন এক অধ্যায় রচিত করেছেন। উল্লাস করতে থাকা একদল ব্যক্তিদের সামনে উম্মায়াদ মসজিদে তিনি এ কথা বলেন। এই নেতা বলেন, ইসলামিক জাতির জন্য সিরিয়া হবে একটি আলোকবর্তিকা।

আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মাদ জাজালি স্কাই নিউজ আরাবিয়াকে বলেন, গোলানির সঙ্গে সাক্ষাত করে ক্ষমতা হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, সিরিয়ান সেনাবাহিনীকে যারা ক্ষমতা গ্রহণ করবে তাদের ওপর ছেড়ে দেয়া হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!