শুক্রবার সরকারি ছুটির দিন থাকলেও ‘কঠোর বিধিনিষেধ’-এর কারণে গ্যালারিতে নেই উচ্ছ্বাস, চিৎকার। কৃত্রিম আওয়াজ দিয়েই উল্লাস প্রকাশ হচ্ছে। ফ্লাডলাইটের আলো শুধু মাঠেই। আর সবই অন্ধকার। কিন্তু তাতে কি দেশজুড়ে ছুটির আমেজকে আলোময় করে তুলল টাইগাররা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ জয় এখন ইতিহাস। টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস লিখল মাহমুদউল্লাহ বাহিনী। তাও আবার ২ ম্যাচ হাতে রেখেই।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১২৭ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১১৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ১০ রানের জয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ।
টানা তিন ম্যাচ হেরে সিরিজ পরাজয়ের প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয় দলের অধিনায়ক ম্যাথিউ ওয়েড বলেন, ‘বাংলাদেশ সত্যি অসাধারণ খেলেছে। তাদের বোলাররা দুর্দান্ত। তারা আমাদের প্রতিটি ম্যাচেই ১২০-১৩০ রানের মধ্যে বেঁধে রাখে। আমরা তাদের অসাধারণ বোলিংয়ে ব্যাট হাতে ভালো খেলার কোনো সুযোগই পাচ্ছি না। এটা সত্যি হতাশার। শেষ দিকে বাংলাদেশের বোলারদের মোকাবিলা সত্যি কষ্টসাধ্য। তাদের অনেকে আমাদেরকে এক ওভারে ৪-৫ রানের বেশি দিতেই চায় না।
আসলে রিকয়ার্ড রানরেট ৬-৭ হয়ে গেলেই এই উইকেটে তা কষ্টকর হয়ে যায়, আর ৮ হয়ে গেলে তো প্রায় অসাধ্য। এখন আমাদের এটাই দেখার বিষয় বাকি দুই ম্যাচে কিভাবে ফিরব। টি-টোয়েন্টি বিশ্বকাপ আসন্ন। তাই প্রতিটি ম্যাচই সোনার চেয়ে দামি।’
খুলনা গেজেট/এমএইচবি