করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর গেল ৮ জুলাই সাউদাম্পটনে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে মাঠে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। করোনার মধ্যেই সাউদাম্পটনের পর ম্যানচেষ্টারে হয়ে গেল সিরিজের দু’টি টেস্ট। দু’টেস্ট শেষে সিরিজে ১-১ সমতা রয়েছে। প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে ও দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড ১১৩ রানে জয় পায়। এখন বাকী সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। আজ (২৩ জুলাই) শুক্রবার ম্যানচেষ্টারের ওল্ড ট্রাফোর্ডে সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে দল দুটি। দু’দলের লক্ষ্য সিরিজ জয়। ইংল্যান্ড জিতলে, সিরিজ পুনরুদ্ধার করবে। আর ওয়েস্ট ইন্ডিজ জিতলে ইংল্যান্ডের মাটিতে ৩২ বছর সিরিজ জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচাতে পারবে জেসন হোল্ডারের দল। সিরিজ নির্ধারনী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
সর্বশেষ ১৯৮৮ সালে ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিলো ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডকে পাত্তা না দিয়ে ৪-০ ব্যবধানে সিরিজ জিতেছিলো ক্যারিবীয়রা। এরপর ইংল্যান্ডের মাটিতে আটটি টেস্ট সিরিজ খেলে কোনটিতেই জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তবে আটটির মধ্যে দু’টি ড্র করে ক্যারিবীয়রা। দীর্ঘদিন ইংল্যান্ডের মাটিতে সিরিজ জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচানোর মিশনে ইংল্যান্ডে এসেছে ওয়েস্ট ইন্ডিজ দল।
খুলনা গেজেট/এএমআর