খুলনা, বাংলাদেশ | ২৫ ফাল্গুন, ১৪৩১ | ১০ মার্চ, ২০২৫

Breaking News

  ধর্ষণের মামলার বিচার দ্রুত নিষ্পত্তি করতে আইন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার : আইন উপদেষ্টা
  কোনো বাধা ছাড়া মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ হাইকোর্টের, শিশুটির বড়বোনকেও নিরাপত্তা দেয়ার নির্দেশ

সিরিজ জয়ের মিশনে মাঠে নামছে সাকিব-মাহমুদউল্লাহরা

ক্রীড়া প্রতিবেদক

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে প্রায় ৮ বছর পর জিম্বাবুয়ে গেছে বাংলাদেশ দল। সফরের একমাত্র টেস্টের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও জয় তুলে নিয়েছে টাইগাররা। ব্যস্ত সূচিত বিশ্রামের সুযোগ নেই সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদদের।

আজই (শুক্রবার) টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। এই ম্যাচে ভিন্ন সমীকরণ দুই দলের সামনে। টাইগাররা খেলতে নামবে সিরিজ জয়ের মিশনে, সেখানে জিম্বাবুয়ে লক্ষ্য এই ম্যাচ জিতে সিরিজ হার এড়ানো। জিম্বাবুয়ে বনাম বাংলাদেশের মধ্যকার এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি হয় গতকাল (বৃহস্পতিবার)। এ ম্যাচে ৮ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সৌম্য সরকার ও নাঈম শেখের জোড়া ফিফটিতে সিকান্দার রাজার দলকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা। এবার শিরোপা জয়ের মিশন বাংলাদেশের সামনে।

টি-টোয়েন্টি সিরিজের আগে পারিবারিক কারণে দেশে ফিরে এসেছেন মুশফিকুর রহিম। আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবালও চোটের কারণে ছিটকে গেছে। ইনজুরির কারণে লিটন দাসকে ঝুঁকি মুক্ত রাখতে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে পাঠায়নি টিম ম্যানেজম্যান্ট। এ ম্যাচে লিটনকে বিশ্রাম দিয়ে অভিষেকের অপেক্ষায় থাকা শামীমকে পাটোয়ারীকে মাঠে নামাতে পারে দল।

এদিকে বাবার মৃত্যুর কারণে সফর শেষ না করেই দেশে ফিরে আসছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। সবে মিলিয়ে দ্বিতীয় ম্যাচেও তরুণদের দিকে চেয়ে থাকবেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!