খুলনা, বাংলাদেশ | ১০ মাঘ, ১৪৩১ | ২৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মধ্যরাতে কেঁপে উঠলো দেশ, দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

সিরাজগঞ্জে মাছ ধরা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

গেজেট ডেস্ক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মসজিদের একটি পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে জামাল উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৩ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের এলাংজানি গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। ঘটনার পর এর সঙ্গে জড়িত সন্দেহে ৯ জনকে আটক করেছে পুলিশ।

নিহত জামাল উদ্দিন একই এলাকার মোশারফ হোসেনের ছেলে। আহতরা হলেন- মুকুল (৪৫), শাহ আলম (৪৮), মোশারফ হোসেন (৭০), ইমরান হোসেন (২৩), জুলমত (৬০)। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল ও বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) অমৃত কুমার সূত্রধর বলেন, এলাংজানি গ্রামের মসজিদের একটি পুকুরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। একটি পক্ষ পুকুরটি লিজ নিয়ে চাষ করছিল। তারা নাকি লাভকৃত টাকা মসজিদে দিত। এদিকে অন্য পক্ষটি আজ পুকুরে মাছ ধরতে এলে প্রতিপক্ষ বাধা দেয়। এ সময় দুপক্ষের সংঘর্ষ বেধে গেলে সংঘর্ষে একজন নিহত হন। নিহত ব্যক্তি প্রতিপক্ষকে মাছ ধরতে বাধা দেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে পক্ষটি মারামারির প্রস্তুতি নিয়েই পুকুরে মাছ ধরতে এসেছিল। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!