খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

সিরাজগঞ্জেই ১৩ পুলিশসহ নিহত ২৭, রাতে এমপির বাড়ি থেকে দুই কঙ্কাল উদ্ধার

গেজেট ডেস্ক

সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের এমপি ড. জান্নাত আরা হেনরীর পুড়ে যাওয়া বাসা থেকে দু’টি কঙ্কাল উদ্ধার হয়েছে। জেলা শহরের মুজিব সড়কের বাসায় উদ্ধার কঙ্কাল দু’টির একটি জানপুরের ছাত্রলীগ কর্মী শাহিন আহম্মেদের। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। রোববার রাত সাড়ে ১০টায় পুড়ে যাওয়া ঘর থেকে কঙ্কাল দু’টি উদ্ধার করা হয়। কঙ্কাল উদ্ধারের পর বঙ্গমাতা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এনায়েতপুর থানায় অগ্নিসংযোগ করে ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার পর পুরো জেলায় অন্যান্য থানার নিরাপত্তা নিয়ে পুলিশ মহাব্যস্ত। এমপির বাড়ি থেকে কঙ্কাল উদ্ধারের ঘটনা শুনেছি। বিস্তারিত ঊর্ধ্বতন কর্মকর্তারা হয়তো জানেন।’

অপরদিকে, এমপির ব্যক্তিগত সহকারী জুয়েল হোসেন সাংবাদিকদের জানান, ‘দুজনের একজন যানপুর মহল্লার শাহিনের কঙ্কাল হিসেবে ধারণা করা হচ্ছে।’

এদিকে, রোববার সকালে এনায়েতপুর থানা ঘেরাও এবং অগ্নিসংযোগের পর দুপুরে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর আগে পুলিশ আত্মরক্ষার্থে হামলাকারীদের ওপর গুলি ছোড়ে। বেতিল গ্রামের শিহাব ও সিয়াম এবং খুকনী গ্রামের ইয়াহিয়া নামের তিন হামলাকারী যুবক ওই সময় গুলিবিদ্ধ হয়। পরে খাজা ইউনুছ আলী হাসপাতালে নিলে মারা যায় তারা।

হাসপাতালের কর্মকর্তা কোশিক আহম্মেদ স্থানীয় সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল সমকালকে বলেন, হত্যাকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

এর আগে সকালে সিরাজগঞ্জ সদর থানা আক্রমণ ও শহরে তাণ্ডবের সময় পুলিশের ছোড়া গুলিতে যুবদলের তিন কর্মী নিহত হন। এসব নিয়ে জেলায় পুলিশসহ মোট ২৭ জনের নিহতের সংবাদ পাওয়া গেল।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!