খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত
  মিরপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭
  সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ
  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
নারী শ্রমিকের মৃত্যু!

সিত্রাংয়ের আঘাতে মোরেলগঞ্জে তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি

মোরেলগঞ্জ প্রতিনিধি

সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাবে বাগেরহাটের মোরেলগঞ্জে জাহেদা বেগম (৪০) নামের এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। গাছ পড়ে বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। ৩২ ঘন্টা পর শহরে সংযোগ দেওয়া হয়েছে। বিভিন্ন ইউনিয়নে ৫০ কিলোমিটার কাচা পাকা রাস্তা বিধস্ত, এক হাজার মৎস্য ঘের ও পুকুর পানিতে প্লাবিত, শীতকালিন সবজি ও আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার ‘সিত্রাং’ এর আঘাতে উপজেলার ১৬টি ইউনিয়নসহ পৌরসভায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। শতাধিক কাচা ঘর সম্পন্ন বিধস্ত হয়ে পড়েছে। ৫ শতাধিক ঘর আংশিক ক্ষতিগ্রস্ত, ২ হাজার গাছপালা ভেঙ্গে উপরে পড়েছে। এদিকে পুটিখালী ইউনিয়নের সোনাখালী গ্রামে স্বামী পরিত্যক্ত দিনমজুর শ্রমিক জাহেদা বেগম ঝড়ের মধ্যে ছাগল খুঁজতে গিয়ে গাছের আঘাতে গুরুত্বর আহত হয়ে রাত ৯টার দিকে নিহত হয়।

মোরেলগঞ্জ সদর ইউনিয়ন, খাউলিয়া, নিশানবাড়িয়া, পঞ্চকরণ, হোগলাবুনিয়া, বহরবুনিয়া, বারইখালী, চিংড়াখালী, বলইবুনিয়া, তেলিগাতি, বনগ্রাম, রামচন্দ্রপুর, জিউধরাসহ প্রতিটি ইউনিয়নে ঝড়ের কবলে অর্ধশতাধিক বসতবাড়ি, রান্না ঘর, গোয়ালঘর সম্পূর্ন বিধস্ত হয়ে গেছে। বিশেষ করে বহরবুনিয়া ও জিউধরায় এক হাজার মৎস্য ঘের ও পুকুরের মাছ বেড়িয়ে গিয়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে চাষিদের।

বহরবুনিয়া ফুলহাতা বাজার হয়ে সুর্যমুখি খালের অভিমুখি ৪ কিলোমিটার কাচা পাকা রাস্তা ভেঙ্গে পড়েছে, হোগলাবুনিয়ার পাঠামার, বদনীভাঙ্গা ১৫ কিলোমিটার রাস্তা, নিশানবাড়িয়ার ১০ কিলোমিটার রাস্তা, খাউলিয়ার ১০ কিলোমিটার, বারইখালীর ৫ কিলোমিটার বিধস্ত হয়েছে।

উপজেলা কৃষি অফিসার আকাশ বৈরাগী জানিয়েছেন, ১২০ হেক্টর আমন ধানের আংশিক ক্ষতি, শীতকালিন সবজি ৫০ হেক্টর, কলা ক্ষেত ৫ হেক্টর, পান চাষ  এক হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলা মৎস্য অফিসার বিনয় কুমার রায় বলেন, ঝড়ের কবলে সাড়ে ৮ শ’ মৎস্য ঘের ও পুকুরে মাছ বেড়িয়ে গিয়ে ৯২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সঞ্জয় বিশ্বাস বলেন, সিত্রাংয়ের আঘাতে গোয়াল ঘর চাপা পড়ে ১৫টি গবাদী পশু মৃত্যু হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির বলেন,  সম্পূর্ণ বিধস্ত ৩৮টি ঘর ও আংশিক ২২৬ টি ঘরের ক্ষতি হয়েছে  বিভিন্ন ইউনিয়ন থেকে তালিকা পাওয়া গেছে।

এ সর্ম্পকে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, সুপার সাইক্লোন ঘূর্নিঝড় ‘সিত্রাং’এর আঘাতে ইউনিয়ন পর্যায়ে ক্ষয়ক্ষতির তালিকা করে জেলা প্রশাসক মহোদয়ের দপ্তরে পাঠানো হয়েছে। জাহেদা বেগমের মৃত্যু হয়েছে তবে, ঝড়ের কবলে নয়। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। গুরুত্বের সাথে দেখা হচ্ছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!