খুলনা মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কিছুসংখ্যাক নেতাকর্মীদের সিটি নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীদের পক্ষে কাজ করার অভিযোগ পাওয়া গেছে। এমন সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে অভিযুক্ত কয়েকজনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
বুধবার (৭ জুন) মহানগর বিএনপি প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা সত্ত্বেও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ৯জন কাউন্সিলর প্রার্থীকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের চিঠিতে তাদেরকে বিশ্বাসঘাতক বেঈমান এবং মীর জাফর হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে নেতাকর্মীদের এইমর্মে সর্তক করেছেন যে, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কেউ যদি কোন প্রার্থীর পক্ষে কাজ করেন, কেউ যদি ভোট কেন্দ্রে ভোট প্রয়োগ করতে যান তবে তাদেরকেও বিশ্বাসঘাতক বেঈমান এবং মীর জাফর আখ্যায়িত করে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হবে।
মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন যৌথবিবৃতিতে দলের কোন নেতাকর্মী নির্বাচনী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পেলে তাৎক্ষনিক বিএনপি অফিসের দপ্তরে তাদের নাম, সংগঠনের নামসহ প্রেরণ করার জন্য অনুরোধ জানিয়েছে। – খবর বিজ্ঞপ্তির