খুলনা ১৪ দলের সভায় খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র প্রার্থী আব্দুল খালেককে বিজয়ী করতে খালিদ হোসেনকে আহবায়ক এবং গোলাম নবী মাসুমকে সদস্য সচিব করে ১৪ দলের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে।তাছাড়া ওয়ার্ডে বসবাসরত ১৪ দলের নেতৃবৃন্দকে মেয়রের নির্বাচন পরিচালনা কমিটিতে সদস্য রাখার সিদ্ধান্ত হয়।
বৃহস্পতিবার (০৪ মে) বিকাল ৫টায় খুলনা ১৪ দলের সভায় জোটের সমন্বয়ক, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক এর সভাপতিত্বে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে ১৪ দলের নেতৃবৃন্দ বলেছেন, বিএনপি জামাত নির্বাচনে অংশগ্রহণ না করে গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর অপচেষ্টা করছে। নির্বাচনকে বিতর্কিত করতে তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা বিদেশি প্রভুদেরকে খুশি করতে গণতন্ত্রকে বিসর্জনের খেলায় মেতে উঠেছে।
তারা আরো বলেন, বিএনপির এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে সিটি কর্পোরেশন নির্বাচনে সকল ভোটারকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করাতে হবে। সেজন্যে স্ব স্ব এলাকায় গিয়ে প্রত্যেক বাড়িতে ভোটারদের ১৪ দলের সরকারের এবং সিটি কর্পোরেশনের উন্নয়ন তুলে ধরতে হবে। নিশ্চয়ই নগরবাসী এই উন্নয়নের মূল্যায়ন করবেন। তারা এ সরকার এবং সিটি কর্পোরেশনের উন্নয়নের ধারাকে আরো ত্বরান্বিত করতে তালুকদার আব্দুল খালেককে নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় বিজয়ী করবে।
সভায় আরো বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, ১৪ দলের সদস্য সচিব মোঃ খালিদ হোসেন, মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মোঃ মুন্সী মাহবুব আলম সোহাগ, ১৪ দল নেতা মোহাম্মদ আরিফুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোঃ সাদেক আলী, গোলাম নবী মাসুম, জমির আহমেদ, এস এম ফারুক উল ইসলাম, শেখ গোলাম মোর্তজা, এফ এম ইকবাল, ডাক্তার এস এম জাকারিয়া, মোঃ মাজেদুল ইসলাম, দেলোয়ার উদ্দিন দিলু, মোঃ সোলেমান হাওলাদার, মিলনমোহন মন্ডল, ডাক্তার তারক চন্দ্র রায়, খান জাহিদুর রহমান, মোঃ আব্দুল হালিম মোল্লা, এ্যাড. মোঃ আব্দুল মজিদ, অধ্যক্ষ ডা. এম এন আলম সিদ্দিকী, মোঃ হায়দার আলী প্রমুখ।
খুলনা গেজেট/কেডি