খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
  কাতারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে নতুন বাংলাদেশ গড়তে আর্থিক ও বিনিয়োগের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

সিঙ্গাপুর ম্যাচের টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত বাফুফের

ক্রীড়া প্রতি‌বেদক

১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হোম ম্যাচ। সিঙ্গাপুরের বিপক্ষে সেই ম্যাচ ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে চায় বাফুফে। সেই উপলক্ষ্যে আজ কম্পিটিশন কমিটির এক সভা করেছে ফুটবল ফেডারেশন। সেই সভায় জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারাও ছিলেন।

কম্পিটিশন কমিটির চেয়ারম্যান বাফুফে নির্বাহী সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস। তিনি চেয়ারম্যান হলেও গণমাধ্যমে ব্রিফ করেছেন কমিটির সদস্য ও আরামবাগ ক্লাবের সভাপতি তাজওয়ার আউয়াল।

তিনি বলেন, ‘আমরা সমর্থকদের মাঠে ফেরাতে চাই। সমর্থকরা যেন মাঠে এসে খেলা দেখতে পারেন এজন্য আজ স্টেডিয়ামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। জাতীয় ক্রীড়া পরিষদও আমাদের সহায়তা করছে।’

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনলাইনে টিকিট বিক্রি করছে। বাফুফেও সেই পথে হাটতে চায়, ‘আমরা অনলাইনে টিকিট বিক্রি করব। টিকিটের দাম কত হবে সেটা মার্কেটিং কমিটি ও ফেডারেশনের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হবে পরবর্তীতে ফেডারেশনই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে।’

টিকিটের দাম সুনির্দিষ্ট না হলেও আসন বিন্যাস ও দাম নিয়ে তিনি বলেন, ‘গ্যালারির (সাধারণ) জন্য আমরা ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রি করব। এছাড়া অন্য ক্যাটাগরি থাকবে। কোন ক্যাটাগরির টিকিট কত সেটা সব বিবেচনা করেই করা হবে। সমর্থকরা যেন খেলতে দেখতে আসতে পারেন এবং টিকিটের মাধ্যমে বাফুফের আয়ও হয়, দুই দিকই বিবেচনা করা হবে।’

গণমাধ্যমে ব্রিফ করার পর ফেডারেশন ও এনএসসি কর্মকর্তারা গ্যালারি ও মাঠ পরিদর্শন করেন। ফুটবলে আধুনিক স্টেডিয়ামে সমর্থকদের জন্য ফুড জোন, স্বাস্থ্যসম্মত টয়লেট সহ অন্যান্য সুবিধা থাকে। বিগত সময়ে ফুটবল দর্শকরা এ থেকে বঞ্চিত ছিলেন। ১০ জুন ম্যাচের আগে বাফুফে সমর্থকদের জন্য সুন্দর পরিবেশ উপহার দিতে পারবে কিনা এ নিয়ে কম্পিটিশন কমিটির সদস্য বলেন, ‘আজকের দিন পর্যন্ত যা আছে ঠিক আছে। আমরা সপ্তাহে সপ্তাহে সভায় বসব এবং পর্যবেক্ষণ করব। সমর্থকদের জন্য আমরা ভালো পরিবেশ দেয়ার সর্বাত্মক চেষ্টা করব। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। এএফসি নিয়ম অনুযায়ী এক মাস আগেই ভেন্যুর নাম জানাতে হয়। বাফুফে ইতোমধ্যে জাতীয় স্টেডিয়ামের নাম এএফসিতে পাঠিয়েছে। স্টেডিয়াম সংস্কারের পর এএফসির পুনরায় অনুমোদন প্রয়োজন। সম্প্রতি এএফসি ম্যাচ কমিশনার এসেছিলেন। ২২ মে’র মধ্যে পরিপূর্ণ করার নির্দেশনা দিয়েছিলেন। বাফুফে আশাবাদী নির্ধারিত সময়ের মধ্যেই সকল কিছু সম্পন্ন হবে।

১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের আগে বাংলাদেশ একটি প্রীতি ম্যাচ খেলবে। ৫ জুন সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। প্রতিপক্ষ ঠিক না হলেও খেলাটি জাতীয় স্টেডিয়ামেই হবে সেটা নিশ্চিত। সেই ম্যাচের টিকিট অনলাইনের বিক্রির বিষয়ে এখনো সিদ্ধান্তে আসতে পারেনি বলে জানিয়েছেন বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!