কোটা সংস্কার আন্দোলন চলাকালে হামলায় আহত গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকদের বরাতে তার ঘনিষ্ঠজন জানিয়েছেন, বর্তমানে তার অবস্থার উন্নতি হয়েছে।
জাহাঙ্গীর আলমের ঘনিষ্ঠ আশরাফুল আলম রানা মোল্লা বলেন, তার মাথায় ১৯টি সেলাই দিতে হয়েছিল। সোমবার সেলাই কাটা হয়েছে। বর্তমানে তিনি কথা বলতে পারছেন। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আশরাফুল বলেন, ১৯ জুলাই বিকেলে গাজীপুর থেকে ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে নেতাকর্মী নিয়ে রওনা দেন জাহাঙ্গীর আলম। তার গাড়িবহর উত্তরা হাউস বিল্ডিং এলাকা পার হওয়ার সময় আন্দোলনকারীরা তার গাড়িবহরের গতিরোধ করে। এ সময় জাহাঙ্গীরের গাড়িবহরে অতর্কিতে হামলা চালায় দুর্বৃত্তরা। এক পর্যায়ে ইটপাটকেল ছুড়তে থাকে তারা। ইটের আঘাতে জাহাঙ্গীরের মাথা ফেটে গভীর ক্ষত হয়। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানেও আঘাত পান তিনি। তার সঙ্গে থাকা নেতাকর্মীরাও আহত হন। হামলাকারীরা জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত সহকারী জুয়েল মোল্লাকে পিটিয়ে হত্যা করে।
হামলার এক দিন পর জাহাঙ্গীর আলমকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।
খুলনা গেজেট/এইচ