খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
  গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২ স্কুলছাত্র নিহত

সিইসি সরকারের হাতিয়ার হিসেবে কাজ করছেন : খসরু

গেজেট ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সরকারের টুলস (হাতিয়ার) হিসেবে কাজ করছেন। এই লোকটার (সিইসি) কাজ হচ্ছে, ও যে কাজগুলো করছেন এটাই তার কাজ। তাকে ওখানে বসানো হয়েছে সে একটা টুলস, সে ফ্যাসিস্ট রেজিমের টুলস।

রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এনডিএম থিংক ট্যাংক ‘গভর্নেন্স এন্ড পলিসি রিসার্চ- (জিপিআর) আয়োজিত ‘গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন: নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, কাঠামোগত সংস্কার এবং প্রধান অংশীজনদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি। সেমিনার মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক একেএম ওয়ারেসুল করিম।

আমির খসরু বলেন, ওর (সিইসি) তো কাজই হচ্ছে এটা যে, আগামী নির্বাচনটা কিভাবে চুরি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসানো যায়। দিস ইজ হিজ জব। তার থেকে কি এসপেক্ট করবেন? এদের কাজ থেকে কিছু এসপেক্ট করতে পারবেন না।
তিনি বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের দিকে না গিয়ে সে যে কথাগুলো বলে সেই আগের মতো চুরি করে ক্ষমতায় বসানোর চিন্তা তার মধ্যে। তার কাছ থেকে প্রত্যাশা করার কোনো কারণ নাই। কে যেন একজন এখানে বলেছিলেন যে, চিফ ইলেকশন কমিশনার নাকি বলেছেন, সরকারের সহায়তা লাগবে না, আবার বলে কোনো সমস্যা নাই। একেক সময়ে একেক কথা উনি বলেন।

খসরু বলেন, আইন-কানুন, দেশের প্রতিষ্ঠান কোনো কিছু কাজ করছে না। গণমাধ্যম স্বাধীন নেই, নিয়ন্ত্রিত।

যারা যেখানে বসে আছে এরা ফ্যাসিস্ট রেজিমকে সার্ভ করছে। এই রেজিমকে বিদায় করতে হলে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। এটা কোনো দলের সংগ্রাম না, এটা ১৮ কোটি মানুষের মুক্তির সংগ্রাম। একবার মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এবার দ্বিতীয় মুক্তিযুদ্ধ, এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

এনডিএম’র চেয়ারম্যান ববি হাজ্জাজের সভাপতিত্বে সেমিনারে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু প্রমুখ বক্তব্য রাখেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!