খুলনার কয়রায় জোড়শিং বাজার সংলগ্ন বেড়িবাধ এলাকা থেকে সাড়ে ৫ কেজি হরিণের মাংসসহ চোরা শিকারীকে আটক করেছে কোস্টগার্ড।
বুধবার (১৭ নভেম্বর) সকালের এঘটনায় কয়রা থানায় মামলা হয়েছে।
আটক মোঃ এনামুল হোসেন (২৬) কয়রার গোবিন্দপুর এলাকার তৈমুর রহমান গাজীর ছেলে।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশন কয়রার বিশেষ অভিযানে সাড়ে ৫ কেজি হরিণের মাংসসহ শিকারী এনামুল হোসেনকে আটক করা হয়।
পরবর্তীতে জব্দকৃত অবৈধ হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বজবজা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।
খুলনা গেজেট/ এস আই