রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের বিরুদ্ধে দায়ের হওয়া অস্ত্র মামলার চার্জশিট দিয়েছে গোয়েন্দা পুলিশ ।
বৃহস্পতিবার দুপুরে আদালতে চার্জশিট জমা দিয়েছে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মো. শায়রুল ইসলাম ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন।
গত ১৫ জুলাই গ্রেপ্তারের পর সাহেদের বিরুদ্ধে কোনো মামলায় এই প্রথম চার্জশিট দাখিল করলো ডিবি।
এর আগে গত ২৬ জুলাই তদন্ত কর্মকর্তার আবেদনের পরে সাহেদকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
চার্জশিটে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, সাহেদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তাকে বিচারের আওতায় আনা উচিত।
গোয়েন্দা পুলিশের তরফ থেকে আরো জানানো হয়, সাহেদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ডিবির দায়ের করা অস্ত্র মামলার চার্জশিট জমা দেওয়া হয়েছে। সাহেদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রের কোন লাইসেন্স ছিলো না। অবৈধ অস্ত্র মামলায় সাহেদ একমাত্র আসামি।
গত ১৯ জুলাই ডিবি এই মামলার তদন্তের দায়িত্ব নেন। একই দিন উত্তরার ১১ নং সেক্টরের ১৪ নং বাড়ির সামনে থেকে সাহেদের ব্যক্তিগত গাড়ি উদ্ধার করে ডিবি। ওই গাড়ি থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। পরে শাহেদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়।
সাহেদকে গত ১৫ জুলাই সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করা হয়। তখন তিনি নৌকায় করে দেশ থেকে পালানোর চেষ্টা করছিলেন। গ্রেপ্তারের পরে তাকে নকল কোভিড-১৯ পরীক্ষার ফল ও রোগীদের থেকে অর্থ আদায়ের অভিযোগে দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ডে নেওয়া হয় ।
খুলনা গেজেট / এমএম