দুই বাংলার সাহিত্য সংগঠন ‘সাহিত্য নিকেতন’ এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৮ জুলাই) আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় সংগঠনের ৫৬, হাজী মেহের আলী রোডের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশ্বাস মিলন আহম্মেদ মিলি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান মিল্টন, সহ-সভাপতি সুব্রত চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক শিবনাথ মন্ডল হিমাংশু, কোষাধ্যক্ষ খন্দকার বাপি, পাঠাগার সম্পাদক রুম্পা রায়, সদস্য ইয়াসির আরাফাত রুমি, নির্বাহী সদস্য বিপুল বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ ফয়সাল উদ্দিন, সহ-পাঠগার সম্পাদক রূপা রায়, রিমা খাতুন, প্রিয়াঙ্কা মিস্ত্রী, পিয়া ঘোষ, দ্বীপ প্রমুখ। তবে সর্ব প্রথম বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ম্যুরালে মাল্য দান করা হয়।
এসময় বক্তারা বলেন, বাংলা ভাষা ও বাঙালিত্ব আমাদের সকলকে সেুবন্ধন করে রেখেছে। তাই এই ভাষার উন্নয়নে আমাদের প্রত্যেকের বিশেষ দায়িত্ব রয়েছে। চিন্তা চেতনা ও মননে আমাদের বাংলার জন্য কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, ‘সাহিত্য নিকেতন’ হচ্ছে বাংলা ভাষাভাসীদের একটি সংগঠন। তাই এর গ-ি শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। বাংলাদেশের যশোর, বরিশালসহ বিভিন্ন জেলায় এর শাখাতো রয়েছেই, এছাড়া ভারতে কোলকাতাতেও শাখা রয়েছে। আরা সদস্য রয়েছে আমেরিকাসহ বিভিন্ন দেশে। অর্থাৎ বাঙালিইরাই হচ্ছে এই সংগঠনের সদস্য। তাই স কলে মিলেই বাংলা সাহিত্যের প্রশার ঘটাতে হবে।- খবর বিজ্ঞপ্তির
খুলনা গেজেট/কেডি